Bhangar Clash: নওশাদ-শওকত অনুগামীদের সংঘর্ষে ভাঙড় গরম

জয়নগরের পর ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে একাধিক জখম। জানা যাচ্ছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার…

জয়নগরের পর ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে একাধিক জখম। জানা যাচ্ছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা সরগরম।

ফের উত্তেজনা ভাঙ্গরে। ভাঙ্গরের ২ নম্বর ব্লকের বামুনিয়ার সর্দারপাড়ায় আই এস ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। বোমাবাজি হয়েছে বলে এমন অভিযোগ সামনে এসেছে। জখম হয়েছে কয়েকজন। আইএসএস কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল এমনকিও বোমাবাজিও করা হয়েছে।

জিয়ারুল সর্দার, আইএসএফের বুথ সভাপতি বলছেন, “ছেলেরা প্রতিবাদ করা হট করে চড় মারলে বলছে যে তোরা কে রে । ফোন করতেই ১০০-২০০ মস্তান বাহিনী চলে এল। এসেই তারা চারিদিকে বোমা মারল। আইএসএল বলে ক্যারিয়ার শেষ করে দেবো বলেও হুমকি দেয় তারা।”

তৃণমূলের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াচ্ছে আইএসএফ। তৃণমূল নেতা ওইদুল ইসলাম বলছেন, “নওশাদ সিদ্দিকী এর যুদ্ধের আগুন জ্বালাচ্ছে। আমরা বিশ্বযুদ্ধ শুনেছি কিন্তু পঞ্চায়েতে আমরা আসল যুদ্ধ দেখেছি। সে যুদ্ধই জিয়ে রাখার জন্য লোকসভা ভোটের আগে নওশাদ কোনরকম ভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে।” পরে ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।