বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা নন্দীগ্রামে (Nandigram) ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ে ইঙ্গিত এই বিধানসভায় শুভেন্দুর মাটি নড়বড়ে। আগামী পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়তে চলেছে।
শুক্রবার নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই হেরে গেল বিজেপি। সব আসনেই জয়ী তৃণমূল। ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে। উভয় পক্ষের কয়েকজন জখম হন। সমবায়ের মোট ১২টি আসনেই তৃণমূল জয়লাভ করে।
বিরোধী দলনেতার কেন্দ্রে বিজেপি গো হারা হারের পর তাদের একটি ক্যাম্প অফিসে হামলা হয়েছে। অভিযুক্ত তৃণমূল। বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের নেতারা সর্বভুক, ওরা সব খায়। এই সমবায়টাকেও খেতে হবে আর খেতে গেলে যা হয়। আর সেজন্য যা যা করার তাই করেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তৃণমূলের পক্ষ থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, এই জয় মা মাটি মানুষের জয়।