HomeWest BengalMadan Mitra: নাম না-করে শুভেন্দু’কে পোষ্যের সঙ্গে তুলনা করে বির্তকে তৃণমূলের কালার-বয়

Madan Mitra: নাম না-করে শুভেন্দু’কে পোষ্যের সঙ্গে তুলনা করে বির্তকে তৃণমূলের কালার-বয়

মদন মানেই সংবাদ শিরোনাম

- Advertisement -

তৃণমূল কংগ্রেস নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) মানেই বির্তক৷ মদন মানেই সংবাদ শিরোনাম৷ সেই তৃণমূল নেতা আবার মুখ খুলতেই সংবাদ শিরোনামে চলে এলেন৷

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালনকে কেন্দ্র করে বাংলার শাসক-বিরোধী দলের নেতাদের বাক-যুদ্ধে সরগরম কোচবিহার থেকে কাকদ্বীপ৷ এই রাজনৈতিক বাক-যুদ্ধের আবহে এবার নতুন সংযোজন তৃণমুলের কালার-বয় মদন মিত্র৷ মঙ্গলের বারবেলার তিনি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে৷ নাম না-করেই কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, “এত ঘেউ ঘেউ করে লাভ নেই! এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল! এই দলের কোনও ক্ষতি হবে না!”

   

নাম না করেই বিরোধী দলনেতাকে পোষ্যের সঙ্গে তুলনা রীতিমতো সরগরম বাংলার রাজনীতি৷ শুধু শুভেন্দুই নয়, মদন মিত্র সমালোচনা করেন আর এস এস প্রধান মোহন ভগবতকে ৷ সংঘপ্রধানকে তিনি ধান্দাবাজ বলে বিস্ফোরক মন্তব্য করেন মিত্রসাহেব৷ তাঁর এই মন্তব্যে সরব হওয়ার পাশাপাশি তীব্রভাবে সমালোচনা করেছে বিজেপি নেতৃত্ব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular