পটাশপুর জমে উঠেছে কাঁথি লোকসভা (Contai Lok Sabha) কেন্দ্র। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুরের ভোট প্রচারে গেলেন বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সৌমেন্দু অধিকারী। সেখানেই শাসক দলের ভাঙ্গন ধরালেন। একাধিক পরিবার শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি সংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরূপ কুমার দাস ও বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।
গত বিধানসভা নির্বাচনে পটাশপুর কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেস জয়ী হলেও, লোকসভা নির্বাচনের আগে মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর ১ ব্লকের পাচুরিয়া গ্রামে। যদিও এই যোগদান নিয়ে গুরুত্ব দিতে না যাওয়া শাসক দল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, শনিবার বিকালে পটাশপুর ১ ব্লকের পাচুরিয়া গ্রামে বিজেপির কর্মী সভা ছিল। সেখানেই একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান করে। লোকসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি করল রাজ্যের বিরোধী দল বিজেপি এমনটাই রাজনৈতিক মহলে ধারণা।
কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন ” জয়ের ১০০ শতাংশ আশাবাদী। বিধানসভা নির্বাচনের পর শাসনকালে নেতারা যেভাবে সন্ত্রাস চালিয়েছে, তার প্রতিফলন ইভিএমে হবে। এখনোও একাধিক পরিবার ঘরছাড়া রয়েছে “।
কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা দক্ষিণ বিধায়ক অরূপ কুমার দাস বলেন ” একাধিক পরিবার শাসক তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান করলো। কিন্তু ২০০ বেশি ভোটার বিজেপিতে যোগদান করলো। তৃণমূলকে আর কেউ চাইছে না। একাধিক দপ্তরের মন্ত্রী জেলবন্দি। আগামী দিনে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়’কে জেলে ক্যাবিনেট মিটিং করবে “।
পটাশপুরে বিজেপি নেতা তাপস কুমার মাঝি বলেন ” আজকে ১২ টি পরিবার যোগদান করলো ট্রেলার দেখালাম। আগামী দিনে অনেকে যোগদান করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে ভ দিয়ে রাজ্য চালাচ্ছেন। ভ – ভাতা, ভ- ভিক্ষা ও ভ – ভয়। কাছের মানুষ ভিক্ষা চাইছে না, কিন্তু ভয়টা আছে। কিন্তু দলদাস পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে। পুলিশ তুলে নিলে তৃণমূল দল তার থাকবে না “।
যোগদান গুরুত্বপূর্ণ শাসক দল তৃণমূল কংগ্রেস। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন ” বিজেপি থেকে লোকজন’কে দলীয় পতাকা ধরিয়ে যোগদান বলে চালাচ্ছে বিজেপি। এইভাবে মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে যোগ্য জবাব দেবে “।