WB: অপহৃত বিজেপি প্রার্থী, কাঠগড়ায় তৃণমূল

পুরভোটের আগে এবার গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টায় বাড়ি থেকে অপহৃত করা হয়েছিল ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের…

পুরভোটের আগে এবার গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টায় বাড়ি থেকে অপহৃত করা হয়েছিল ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী রঞ্জিত মল্লিককে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের স্থিরপাড়া দক্ষিণপল্লী এলাকায়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিপিন সাউ ও সুজিত সাউ বাড়ি থেকে তাকে ও তার ভাইকে তুলে নিয়ে যায়। তারপর বালক সংঘ মাঠের কাছে একটি পরিত্যক্ত ঘরে এক ঘন্টা আটকে রাখে।

অভিযোগ, সেখান থেকে বিধায়ক সোমনাথ শ্যামের অফিসে নিয়ে গিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। তাকে নির্বাচন থেকে সরে আসতে হবে এবং তৃণমূলে যোগ দিতে হবে, এই শর্ত দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিকের। তবে এই বিষয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, ‘প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।’ সন্দীপ বাবুর অভিযোগ, সন্ত্রাস জারি রেখে ভোট লুঠের খেলায় মেতেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।