Burdwan-Rampurhat: ঝড়ের তাণ্ডবে বর্ধমান-রামপুরহাট শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Train services disrupted after pantograph gets broken post storm

পূর্বাভাস মতোই বিকেলের পর থেকে রাজ্যজুড়ে ঝড়ের তাণ্ডব। এই ঝড়ের তাণ্ডবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়, বিপর্যস্ত হয়ে পড়ে বর্ধমান-রামপুরহাটর ট্রেন চলাচল। ঝড়ের তাণ্ডবে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ঘটনাটি ঘটে বর্ধমান-রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়ি স্টেশনের মাঝে।

Advertisements

আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার ফলে ট্রেনটি বিকেল ৫টা ৪০ মিনিট থেকে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিপাকে পড়ে নাজেহাল হয়ে যান যাত্রীরা।

ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, বনপাস স্টেশনে আপ হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস আটকে রয়েছে। ঝাপটের ঢাল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ হাওড়া রামপুরহাট প্যাসেঞ্জার। রেল থেকে জানানো হয়েছে যে বোলপুর ও বর্ধমান থেকে টাওয়ার ভ্যান গিয়েছে মেরামতের জন্য।

বেলা গড়াতেই পূর্বাভাস মিলিয়ে ফের ঝড়ো হওয়া। ঝড়ের টানে এলো বৃষ্টি। আবহাওয়া বিভাগ ঝড় বৃষ্টির সতর্কতা আছে একাধিক জেলায়। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎসহ ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হওয়া অফিস।

Advertisements

কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির সতর্কতা। বলা হয়েছে সাথে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
চলতি বছর বৈশাখ মাসে কালবৈশাখীর দেখা সেই অর্থে মেলেনি। কিন্তু জৈষ্ঠ মাসের শুরু থেকেই বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই দমকা হাওয়াসহ বৃষ্টি হবে সেটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।আগাম সতর্কতা মতোই রাজ্যে নামে বৃষ্টি। মঙ্গলবারের বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে পূর্ব বর্ধমান। শহর বর্ধমান পুরোপুরি ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।