Mohammedan SC: আইএফএ শিল্ডের শুরুতেই বড়সড় ধাক্কা খেল সাদা-কালো ব্রিগেড

শুরুতেই পরাজয়। নির্ধারিত সূচি অনুসারে আজ কৃষ্ণনগরে মহিলা আইএফএ শিল্ড (IFA Shield) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC )। প্রতিপক্ষ ছিল শ্রীভুমি…

MOHAMMEDAN SC WOMEN LOST 0-6 TO SRIBHUMI SPORTING

শুরুতেই পরাজয়। নির্ধারিত সূচি অনুসারে আজ কৃষ্ণনগরে মহিলা আইএফএ শিল্ড (IFA Shield) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC )। প্রতিপক্ষ ছিল শ্রীভুমি এফসি। নির্ধারিত সময়ের শেষে তাদের কাছে ৬-০ গোলে পরাজিত হলে সাদা-কালো দল। দলের হয়ে গোল করেন যথাক্রমে সর্জীদা খাতুন, তিতলি সরকার, সুজাতা মাহাতো। যদিও আজকের এই পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেন না মহামেডান কর্তারা।

ব্যাপক আত্মবিশ্বাসের সাথে আজ খেলা শুরু করেছিল মহামেডান দল। তবে প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় বিপক্ষে জালে বল জড়িয়ে দেন শ্রীভুমি দলের ফুটবলার সর্জিদা খাতুন। তারপর বারংবার আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুললে ও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মহামেডান দল। যারফলে, প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে শ্রীভুমি দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ বাড়ালে ও সমতায় ফেরা সম্ভব হয়নি মহামেডানের পক্ষে। বরং আর একাধিক গোল খেয়ে বসেন তারা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

দ্বিতীয়ার্ধে প্রায় ৫০ মিনিটের মাথায় মহামেডান গোল বক্সের বাইরে থেকে শট মেরে গোল করেন তিতলি সরকার। তারপর ৬৭ মিনিটের মাথয় সুজাতা মাহাতোর গোলে ম্যাচে তৃতীয় গোল পায় শ্রীভুমি। তবে সেখানেই শেষ নয়। ৭২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে যান সর্জিদা খাতুন। একইভাবে প্রায় ৬ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল তুলে নেন তিতলি। যারফলে, ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় শ্রীভুমি দল।

শেষ পর্যন্ত ৮৭ মিনিটের মাথায় নিজের হ্যাট্রিক করেন সর্জিদা। এরফলে, ৬-০ ব্যবধানে পরাজিত হতে হয় মহামেডানকে। তবে এই নিয়ে খুব একটা খুশিনন সাদা-কাদো কর্তা বিলাল আহমেদ খান। তার বক্তব্য, এরকম ঐতিহ্যবাহী টুর্নামেন্টে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় উদাসীন মনোভাব থাকায় নিজেদের মনের মতো করে দল বানিয়েছে শ্রীভুমি ক্লাব।