৭ থেকে ১০ অগাস্ট রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন, বিপাকে যাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) অধীনস্থ আদ্রা ডিভিশনে ফের একবার বড়সড় ট্রেন পরিষেবা বিঘ্নিত (Train Services Disrupted) হয়েছে। আজ, ৭ অগাস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে…

Indian Railways

দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) অধীনস্থ আদ্রা ডিভিশনে ফের একবার বড়সড় ট্রেন পরিষেবা বিঘ্নিত (Train Services Disrupted) হয়েছে। আজ, ৭ অগাস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে রোলিং ব্লক (Rolling Block)। চলবে আগামী ১০ অগাস্ট (রবিবার) পর্যন্ত। রেল সূত্রে জানা গিয়েছে, রেললাইন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে আদ্রা ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের সময়সূচিতে বদল ঘটানো হয়েছে।

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রোলিং ব্লকের সময়সূচি অনুযায়ী বাতিল ও পরিবর্তিত ট্রেনগুলোর তালিকা নিচে দেওয়া হলো—

   

বাতিল হওয়া ট্রেন:
৭ অগাস্ট (বৃহস্পতিবার): ৬৮০৯০ / ৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার (Adra-Midnapore-Adra MEMU Passenger) বাতিল থাকবে।

৮ অগাস্ট (শুক্রবার): ৬৮০৭৯ / ৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু প্যাসেঞ্জার (Bhojudih-Chandrapura-Bhojudih MEMU Passenger) বাতিল থাকবে।

১০ অগাস্ট (রবিবার): ৬৮০৪৬ / ৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার (Asansol-Adra-Asansol MEMU Passenger) বাতিল।

দেরিতে ছাড়বে যেসব ট্রেন:
৮ ও ১০ অগাস্ট: ১৮০৩৫ খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস (Kharagpur-Hatia Express) খড়গপুর থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।

৯ অগাস্ট: ১৮০৩৬ হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস (Hatia-Kharagpur Express) হাটিয়া থেকে ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে।

Advertisements

১০ অগাস্ট: ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস (Buxar-Tatanagar Express) বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে।

রেলের তরফে জানানো হয়েছে, আদ্রা ডিভিশনের একাধিক লাইনে গুরুত্বপূর্ণ মেরামতি ও আধুনিকীকরণের কাজ চলছে। ফলে যাত্রী নিরাপত্তা ও ভবিষ্যতের পরিষেবা উন্নয়নের স্বার্থে এই সাময়িক রোলিং ব্লক অত্যন্ত জরুরি ছিল। যদিও এর ফলে হাজার হাজার যাত্রীর দৈনন্দিন যাতায়াতের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে অফিসযাত্রী, পরীক্ষার্থীরা এবং চিকিৎসার প্রয়োজনে যাঁরা যাতায়াত করেন, তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় যাত্রী সংগঠনগুলোর দাবি, রেল কর্তৃপক্ষ যেন আগাম বিকল্প ব্যবস্থা নেয় এবং ট্রেন বাতিলের বিষয়ে পর্যাপ্ত প্রচার চালায়। বহু মানুষ অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন, তাঁদের কীভাবে ফেরত দেওয়া হবে বা বিকল্প ট্রেন দেওয়া হবে, সে সম্পর্কেও পরিষ্কার জানানো দরকার বলে মনে করছেন যাত্রীরা।

রেল আধিকারিকদের দাবি, এই রোলিং ব্লক শেষ হলে আদ্রা ডিভিশনের ট্রেন পরিষেবার গতি এবং নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাবে। তবে আপাতত যাত্রীদের সামান্য অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

সাধারণ যাত্রীদের উদ্দেশে রেল কর্তৃপক্ষের পরামর্শ, যাত্রার আগে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা এনটিপিসি অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রেনের আপডেট দেখে নেওয়া উচিত।