খড়্গপুর: আবারও রেল পরিষেবায় বড়সড় প্রভাব ফেলছে পরিকাঠামোগত উন্নয়ন। দক্ষিণ-পূর্ব রেলের অধীনস্থ বিলাসপুর এবং সম্বলপুর ডিভিশনে চলতে থাকা উন্নয়নমূলক কাজের জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন (Train)। পাশাপাশি বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে। খড়গপুর ডিভিশন থেকেও একাধিক ট্রেন এই পরিবর্তনের আওতায় পড়ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, বিলাসপুর ও সম্বলপুর ডিভিশনে কাজ চলায় প্রায় ২৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১২টি ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ২৩ অগস্ট থেকে ২৯ অগস্ট পর্যন্ত যাত্রীদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে।
বাতিল ট্রেনের তালিকায় রয়েছে:
১২২০১ এলটিটি মুম্বই–শালিমার এক্সপ্রেস: ২৩, ২৫, ২৬ অগস্ট বাতিল
১২১০২ শালিমার–এলটিটি মুম্বই এক্সপ্রেস: ২৫, ২৭, ২৮ অগস্ট বাতিল
১২৯০৬ শালিমার–পোরবন্দর এক্সপ্রেস: ২৯ অগস্ট বাতিল
১২৯০৫ পোরবন্দর–শালিমার এক্সপ্রেস: ২৭ অগস্ট বাতিল
২০৮২২ সাঁতরাগাছি–পুনে এক্সপ্রেস: ২৩ অগস্ট বাতিল
২০৮২১ পুনে–সাঁতরাগাছি এক্সপ্রেস: ২৫ অগস্ট বাতিল
১২৮৭০ হাওড়া–সিএসএমটি মুম্বই এক্সপ্রেস: ২২ অগস্ট বাতিল
১২৮৬৯ সিএসএমটি মুম্বই–হাওড়া এক্সপ্রেস: ২৪ অগস্ট বাতিল
২০৯৭১ উদয়পুর সিটি–শালিমার এক্সপ্রেস: ২৩ অগস্ট বাতিল
২০৯৭২ শালিমার–উদয়পুর সিটি এক্সপ্রেস: ২৪ অগস্ট বাতিল
এর পাশাপাশি, রেল আরও কিছু ট্রেন বিভিন্ন দিনে বাতিল করবে বলে জানানো হয়েছে।
ঘুরপথে চলবে যেসব ট্রেন:
১২২২২ হাওড়া–পুণে দূরন্ত এক্সপ্রেস: ২৩ অগস্ট ঝাড়সুগুডা ও তিতলাগড়, ললিতপুর–রায়পুর হয়ে চলবে
১২২২১ পুণে–হাওড়া দূরন্ত এক্সপ্রেস: ২৫ অগস্ট ওই একই ঘুরপথে চলবে
যোগনাগরী–হৃষীকেশ এক্সপ্রেস: চলবে বিকল্প রুটে
এছাড়াও সম্বলপুর ও বিলাসপুর ডিভিশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর আগেই থেমে যেতে পারে কিছু ট্রেন।
নিত্যযাত্রীরা মনে করছেন, এই উন্নয়নমূলক কাজ শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ওপরই নয়, প্রভাব ফেলবে লোকাল ট্রেন পরিষেবাতেও। খড়গপুর ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবা বাধাপ্রাপ্ত হলে সাধারণ যাত্রীদের নিত্যযাত্রা আরও কষ্টকর হয়ে উঠবে।
রেল যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, যাত্রার আগে নিজেদের ট্রেনের আপডেট স্টেটাস রেলের অফিশিয়াল ওয়েবসাইট অথবা ১৩৯ হেল্পলাইন নম্বর থেকে যাচাই করে নেওয়ার জন্য। উন্নয়নমূলক কাজ চলায় বিভিন্ন পরিবর্তন হতে পারে যেকোনও সময়।
রেলের পরিকাঠামো উন্নয়ন অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তার ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। সময়মতো তথ্য না জানলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। তাই যাত্রার পরিকল্পনা আগে থেকেই করে নিতে পরামর্শ দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। রেল দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুততার সঙ্গে কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হবে।