হাতে বন্দুক-মুখে হাসি, নানা অঙ্গভঙ্গিতে তৃণমূল ছাত্রনেতার ছবি ভাইরাল! তুঙ্গে বিতর্ক

তৃণমূল ছাত্র নেতার বন্দুক হাতে ছবি! শুধু ছবি বলা ভুল, একাধিক পোজে বিভিন্ন ছবি পোস্ট করেছেন ওই তৃণমূলের ছাত্র নেতা। অভিযুক্ত ওই ছাত্রনেতার হাতে একটি…

তৃণমূল ছাত্র নেতার বন্দুক হাতে ছবি! শুধু ছবি বলা ভুল, একাধিক পোজে বিভিন্ন ছবি পোস্ট করেছেন ওই তৃণমূলের ছাত্র নেতা। অভিযুক্ত ওই ছাত্রনেতার হাতে একটি বন্দুক ধরা ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ওই যুবকের নাম ওই ছাত্রনেতার নাম শুভাশিস চক্রবর্তী। তাঁর বাড়ি ভাটপাড়ায়। এর আগেও তাঁকে একাধিকবার পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, শাসক দলের নেতা শুভাশিস চক্রবর্তীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনও ছবিতে নিজের গালে ঠেকিয়ে রেখেছেন বন্দুক, আবার কোনও ছবিতে বন্দুক তাক করে আছেন সামনে। তবে তৃণমূল দাবি করছে, ছাত্রনেতা হিসেবে কোনও পদ নেই ওই যুবকের। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেছেন শাসক দলের নেতারা। কিন্তু একটি ছবিতে দেখা গিয়েছে তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি তৃণাঙ্কুরের সঙ্গে ছবি রয়েছে শুভাশিস চক্রবর্তীর। তবে এই ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ” এই ছবি অনেক পুরোনো। আর ওটা খেলনা বন্দুক। তবে সত্যিই যদি ওই অভিযুক্ত যুবক কোনও অন্যায় করে থাকে তাহলে ব্যবস্থা হবে।”  এই ছাত্রনেতার নামে আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ ওঠে। গ্রেফতারও করা হয়েছিল তাঁকে। একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তাঁর ছবি প্রকাশ্যে এসেছে।

   

‘রাজনীতিতে সকলের সাহস থাকে না’, ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিরোধী শুভেন্দুকে সমর্থন তথাগত’র

ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, আগে সত্যতা যাচাই হোক তারপরই পুলিশ পদক্ষেপ করবে। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানান, ছাত্র পরিষদের কোনও পদেও নেই শুভাশিস, ‘ক্রিমিনালকে ক্রিমিনালের মতোই দেখা হবে’ বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও এই ঘটনায় এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ‘তৃণমূলের সংস্কৃতিই এটা। সব জায়গায় একই ছবি দেখা যাচ্ছে।’