ভোটের দিন কেন সন্দেশখালিতে CBI? কমিশনে চিঠি দিল তৃণমূল

  দ্বিতীয় দফার ভোট মিটতেই সন্দেশখালি ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (TMC)। লোকসভা ভোটের দিন সন্দেশখালিতে সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে…

 

দ্বিতীয় দফার ভোট মিটতেই সন্দেশখালি ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (TMC)। লোকসভা ভোটের দিন সন্দেশখালিতে সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল তৃণমূল।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, নির্বাচনে এই সিবিআই অভিযানের প্রভাব পড়তে পারে।  উল্লেখ্য, শুক্রবার ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিবিআই। তারপর থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়েছে। ক্ষমতাসীন তৃণমূলের অভিযোগ, চলতি লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের বদনাম করার চক্রান্ত করছে। অন্যদিকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আড়াল করা এবং দেশ বিরোধীদের সঙ্গে গোপন চুক্তি করার অভিযোগ তুলেছে। শাহজাহান শেখ কাণ্ডে শুক্রবার সন্দাশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এ সময় একটি বাড়ির নিচে মাটি খুঁড়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি বলে খবর।

এদিকে এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘বর্তমান পশ্চিমবঙ্গ জঙ্গিদের দ্বারা পরিচালিত হচ্ছে যেখানে সামরিক শাসন ছাড়া আর কোনও উপায় নেই।’