নিয়োগ দুর্নীতিতে মুখ পুড়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ধর্না ও আন্দোলন করে বারবার শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বঞ্চিত ও যোগ্য চাকরিপ্রার্থীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) শাসক দলের পথের কাঁটা তাঁরাই মনে করছেন অনেকেই। তাতেই সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল শিবির।
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে সাজছে রাজ্যের বিরোধী দল গুলি। পঞ্চায়েতগুলি যাতে পুনরায় দখলে রাখা যায় তার কাজ শুরু করেছে শাসক দলও। কিন্তু শাসকদলের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
ধর্মতলা এখন ধর্ণাতলা। গান্ধীমূর্তির পাদদেশ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অথবা শহীদ মিনারের পাদদেশে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির কারণে বঞ্চিত চাকরিপ্রার্থী বা রাজ্যের সরকারি কর্মচারীর ডিএ বৃদ্ধির দাবিতে সারা বাংলা আন্দোলন মুখরিত ।
দুর্নীতিগ্রস্ত আবাস যোজনার গরিব মানুষরাও। রাজ্যের বিভিন্ন বিরোধী দল বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে প্রতিবাদে শামিল হচ্ছে।এই পরিস্থিতিতে শাসকদলের প্রতি আস্থা হারাচ্ছে জনগণ।
স্বভাবতই, আন্দোলনরত বঞ্চিত চাকরি প্রার্থীরা বিরোধী দল গুলির দিকে ঝুঁকছে। এই মুহূর্তে, আন্দোলনরত চাকরি প্রার্থীরা রাজ্যের শাসক দলের ওপর ক্ষোভ প্রকাশ করে বিরোধী দল গুলির হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন।
বিশেষজ্ঞ মহল দাবি অনুযায়ী, সাধারণ মানুষের এক বিরাট অংশ বিভিন্ন বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বঞ্চিত চাকরি প্রার্থীদের সমর্থন করবে।