মেদিনীপুরে লড়াই এবার তুঙ্গে – জুন ভার্সেস দিলীপ

নির্বাচনের নির্ঘান্ট প্রকাশ হতেই মানুষের লক্ষ বহু ইতিহাসের সাক্ষী মেদিনীপুর কেন্দ্রের দিকে। অনন্তকাল ধরে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন সিপিআই এর জ্ঞানসিং সোহনপাল। তবে সেই দিন…

June Malia vs Dilip Ghosh

নির্বাচনের নির্ঘান্ট প্রকাশ হতেই মানুষের লক্ষ বহু ইতিহাসের সাক্ষী মেদিনীপুর কেন্দ্রের দিকে। অনন্তকাল ধরে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন সিপিআই এর জ্ঞানসিং সোহনপাল। তবে সেই দিন এখনো ইতিহাস। এখানের বিধায়ক তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। আর সাংসদ বিজেপির দিলীপ ঘোষ। এখানে দুজনেই কাজ করেছেন। তবে তফাৎ আছে বিস্তর। কারণ মানুষের ন্যুনতম চাহিদা মিটিয়েছেন বিধায়ক জুন মালিয়া। আর রেলের প্রকল্প নিয়ে এসে কাজ করেছেন দিলীপ ঘোষ। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাজের নিরিখে পিছিয়ে রয়েছে বিজেপি।তবে সন্দেশখালির প্রভাব কতটা পড়বে তা এখনই বলা যাচ্ছে না।

এবার এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন জুন মালিয়া। বিধায়ক থেকে তিনি সাংসদ হওয়ার দৌড়ে আছেন। বিজেপি এখনও এই কেন্দ্রে দিলীপ ঘোষের নাম ঘোষণা করেনি। তবে বামফ্রন্ট মনোনীত করেছে সিপিআই প্রার্থীকে। বামেদের প্রার্থীর নাম বিপ্লব ভট্ট। এখানে বামেদের সংগঠন আর শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে নেই। বরং বিজেপির তার থেকে ভাল অবস্থা রয়েছে। আর সংগঠন মজবুত রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে পিছিয়ে নেই বিজেপিও। দিলীপ ঘোষের নিজস্ব একটা কেরিশমা আছে। ওদিকে নিজের বিধান সভা এরিয়ার সঙ্গে জুনের নিয়মিত যোগাযোগ আছে। অন্যদিকে বিরাট লোকসভা অঞ্চলে দিলীপ ঘোষ বেশ আলোচিত। শেষ হাসি কে হাসবেন তা বোঝা যাবে ৪ জুন।