Coochbehar: নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে শুক্রবার কোচবিহারের দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল। খুনের চেষ্টার মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষাকবচের…

TMC workers hold rally in Coochbehar

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে শুক্রবার কোচবিহারের দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল। খুনের চেষ্টার মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আদালত সূত্রের খবর, কোর্ট রক্ষাকবচ খারিজ করে দেওয়ায় নিশীথ প্রামাণিককে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের কাছে আর কোনও বাধা নেই।

আদালতের ওই রায় সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল। অবিলম্বে নিশীথ প্রামাণিককে গ্রেফতার না করা পর্যন্ত থানা ঘেরাওয়ের এই অবস্থান লাগাতার চলবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ।

তিনি বলেন, “আইনের ঊর্ধে কেউ নন। আদালতে রক্ষাকবচ চাইতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু ওর বিরুদ্ধে এর আগেও একাধিক খুনের মামলা রয়েছে। তাই আদালতও ওকে রক্ষাকবচ দেয়নি। এই ধরনের অপরাধীকে বাইরে রাখলে আরও মানুষের প্রাণহানি ঘটতে পারে। তাই অবিলম্বে ওকে গ্রেফতার করা উচিত। সেই দাবিতেই আমাদের এই অবস্থান বিক্ষোভ।”

পুলিশ নিশীথকে গ্রেফতার না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ লাগাতার চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটায় আবু মিঞ্চা নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বিডিও অফিস থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। মাঝপথে আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। রবীন্দ্রনাথবাবু বলেন, “নিশীথের নেতৃত্বে সেদিন আমাদের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন করা হয়েছিল। তখনই আমরা ওকে গ্রেফতারের দাবি জানিয়েছিলাম।”

ওই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। যদিও হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে নিশীথকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী।