তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী

বাম কংগ্রেস তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ। নদিয়ার নাকাশিপাড়ায় খুন তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ নিশংসভাবে গুলি করে খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। এই ঘটনায় গুলিবিদ্ধ…

বাম কংগ্রেস তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ। নদিয়ার নাকাশিপাড়ায় খুন তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ নিশংসভাবে গুলি করে খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। এই ঘটনায় গুলিবিদ্ধ আরো দুই। নিহত তৃণমূল কর্মীর নাম মাতিয়াজুল দাফাদার। গতকাল রাতে বাম কংগ্রেস তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মাতিয়াজুল দাফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায়।

এলাকায় বাম, কংগ্রেসের দাপট বেড়ে চলার নেপথ্যে মাতিয়াজুলদের মদত আছে বলে এই অভিযোগ তুলে হামলা। দাবি মৃতের পরিবারের। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো দুই। এর আগে ১৪ আগস্ট নাকাশি পাড়ায় গুলিবিদ্ধ হয়েছিল শিশু মহিলা সহ ১৫ জন।

   

মৃতের দাদা মিন্টু দফাদার জানিয়েছে, ‘কাল যারা কংগ্রেস করে তাদের সঙ্গে তৃণমূলের ঝামেলা হয়েছিল। আমরাও তৃণমূল করি। আমরা আজ সকালে কাজে যাবো তার আগে ওরা আমাদের বাড়ি ঘেরাও করে। আমরা পালানোর সুযোগ পায়নি। আমার চোখের সামনে আমার ভাইকে গুলি করে মেরে দিল’।