উলট পুরাণ! তৃণমূল সমর্থকের বাড়িতে সাদা থান

পঞ্চায়েত নির্বাচনের আগে বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের দুয়ারে পৌঁছাচ্ছিল সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা। অভিযোগ উঠেছিল শাসক দলের দিকে। ভোট মিটতে উলটপুরাণ! এবার তৃণমূল কর্মীর বাড়ির…

tmc

পঞ্চায়েত নির্বাচনের আগে বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের দুয়ারে পৌঁছাচ্ছিল সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা। অভিযোগ উঠেছিল শাসক দলের দিকে। ভোট মিটতে উলটপুরাণ! এবার তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা। হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৫ নম্বর বুথে। মঙ্গলবার সকালে তৃণমূল কর্মী তরুণ জানা ও তার পরিবারের লোকজনরা এটি দেখতে পান। আতঙ্কিত সকলে। খবর পেয়ে পুলিশ গিয়ে জিনিস উদ্ধার করে।

উল্লেখ্য, নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন তৃণমূলের চম্পা বৈরাগী। ওই তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ছিলেন তরুণ জানা। পেশায় বাসের কন্ডাক্টর তরুণ এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে বুথের সংগঠন মজবুত করার কাজ করেছিলেন। অভিযোগ, এর আগেও তিনি হুমকি পেয়েছেন। ঘটনার পরে এলাকা ঘিরে আতঙ্ক। রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

নামখানা ব্লকের তৃণমূলের সহকারী সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র বলেন, “আমি শুনেছি গোটা বিষয়টা। বিরোধীদের চক্রান্ত। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত চলছে।”