আক্ষেপ মিটল মমতার, বিজেপির দুর্গ তছনছ করে কোচবিহারে জিতল তৃণমূল

উনিশের পুনরাবৃত্তি হল না চব্বিশে! সেবার না পারলেও এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) উত্তরবঙ্গে বিজেপি দুর্গে ফাটল ধরাল তৃণমূল কংগ্রেস। সবাইকে চমকে দিয়ে কোচবিহার…

Cooch Behar TMC Wins

উনিশের পুনরাবৃত্তি হল না চব্বিশে! সেবার না পারলেও এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) উত্তরবঙ্গে বিজেপি দুর্গে ফাটল ধরাল তৃণমূল কংগ্রেস। সবাইকে চমকে দিয়ে কোচবিহার কেন্দ্র দখল করল ঘাসফুল শিবির।

এবার ভোটপ্রচারে উত্তরবঙ্গে গিয়ে প্রায় প্রতিটি জনসভাতেই তৃণমূল সুপ্রিমো আক্ষেপের সুরে বলেছিলেন, তৃণমূল এখানে এত কাজ করলেও আপনারা বিজেপির প্রার্থীদের জেতান। সেই আক্ষেপ এবার মিটতে চলেছে মমতার। শুধু একটি আসন জয় নয়, কোচবিহারের মতো কঠিন সিটে জিতে তাক লাগিয়ে দিয়েছে তৃণমূল।

   

কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্রবর্মা বসুনিয়ার কাছে পর্যদস্তু হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এই জয় যে ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিরাট অক্সিজেন দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ ৭,৮৮,৩৮৫টি ভোট পেয়েছেন। আর বিজেপি নিশীথ পেয়েছেন ৭,৪৯,১২৫টি ভোট। ৩৯ হাজার ২৫০ নিশীথকে উড়িয়ে দিয়েছেন জোড়াফুলের প্রার্থী। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়। প্রাপ্ত ভোট ৩০,২৬৭।

২০১৬ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৮ সালের রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মানুষকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বছর ঘুরতেই হাতেনাতে এর ফল পায় তৃণমূল।
উত্তরবঙ্গে ৮টি লোকসভা আসনের সবকটিতেই জয় পায় বিরোধীরা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে জেতেন বিজেপি প্রার্থীরা। আর মালদহ দক্ষিণ যায় কংগ্রেসের ঝুলিতে।

তারপর থেকে উত্তরবঙ্গের প্রতি বিশেষ নজর দেন তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গে প্রচুর উন্নয়নমূলক কাজ করে মমতা সরকার। ফলস্বরূপ একুশের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কিছুটা ভালো ফল করে জোড়াফুল শিবির। এরপর গত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের সবকটি জেলা পরিষদই দখল করে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি মহকুমা পরিষদেও সবুজ ঝড় ওঠে।

এবারের লোকসভা ভোটের তাই উত্তরবঙ্গে খাতা খোলার টার্গেট ছিল তৃণমূলের। সেই লক্ষ্যেই বারবার সেখানে ছুটি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতারা। শেষ পর্যন্ত উত্তরবঙ্গ হতাশ করল না তৃণমূলকে। কোচবিহারে ফুটল ঘাসফুল!