Sunday, December 7, 2025
HomeTop StoriesCPIM: তৃণমূল শূন্য দাসপুর! লাল আবিরে অকাল হোলি সিপিআইএমের

CPIM: তৃণমূল শূন্য দাসপুর! লাল আবিরে অকাল হোলি সিপিআইএমের

- Advertisement -

‘শূন্য’ তকমাধারী বামের কাছ্ হেরে শূন্য পেল তৃণমূল!দলের এমন করুণ হালে হতবাক পশ্চিম মেদিনীপুরের খোদ তৃণমূল নেতৃত্ব। রবিবার অকাল হোলি খেলে নিলেন বাম সমর্থকরা।

জেলার দাসপুর-২ ব্লকের চক সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা। এই নির্বাচনে বিপুল জয়লাভ করেছেন বামপন্থীরা। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৪১জন। তবে তৃণমূল ৭টি আসনে প্রার্থী দিতে পারেনি। ফলাফল ঘোষণার পর দেখা যায় ৪১ আসনের সবকটিতে জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থীরা।

   

উল্লেখ্য, গত ১৫ জুন নির্বাচন ছিল পশ্চিম মেদিনীপুর জেলার এই সমবায়ে। অভিযোগ, গত ১৪ জুন বিনা নির্বাচনে সমবায় দখলের উদ্দেশ্যে তৃণমূল পরিকল্পিত ভাবে নির্বাচন স্থগিত করে দেয়। হাইকোর্টে মামলা করে ভোট বানচালের চেষ্টা করা হলেও তাতে সফল হয়নি তৃণমূল।আইনি লড়াইয়ে হাইকোর্টের নির্দেশে নির্বাচন করতে বাধ্য হয় প্রশাসন। পুলিশকে হলফনামা দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করানোর আশ্বাস দিতে হয় আদালতে।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান পরাজয় নিশ্চিত বুঝে নির্বাচন বাতিল করতে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচন শেষে সেই লড়াইয়ে জয়ী বামপন্থীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular