Purba Medinipur: বেলা গড়াতেই অধিকারী পরিবারের বড়কর্তা শিশিরের ফোন ‘একটু দেখিস’

আশঙ্কা মিলিয়েই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি পুরসভার ভোট তীব্র সরগরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস এলাকায় টিএমসির ‘প্রবল দাপট’ অভিযোগ করছে বিজেপি। উঠছে বুথ…

আশঙ্কা মিলিয়েই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি পুরসভার ভোট তীব্র সরগরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস এলাকায় টিএমসির ‘প্রবল দাপট’ অভিযোগ করছে বিজেপি। উঠছে বুথ দখল করে ছাপ্পা মারার অভিযোগ। তবে সবকিছু ছাপিয়ে নজর অধিকারীদের মন্তব্যে।

অধিকারী পরিবারের বড়কর্তা শিশিরবাবু কার্যত অসহায়। নির্ভরযোগ্য সূত্রে খবর, শিশির অধিকারী তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝে গেছেন পরিস্থিতি অনুকূল নয়। তিনি অনবরত ‘কয়েকজন’কে ফোন করে বলে চলেছেন ‘একটু দেখিস’। সূত্রের খবর, তিনি একইসাথে বাম, তৃণমূল, কংগ্রেস সব মহলেই ফোন করেছেন।

বেলা গড়াতেই কাঁথি পুরসভার ভোটে রিগিং অভিযোগ আসতে শুরু করে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফে দাবি করা হয়, টিএমসি বুথ লু়ঠ করছে। বিভিন্ন বুথের বাইরে বিজেপি সমর্থকরা জড়ো হয়েছে বলে অভিযোগ করে টিএমসি। ভোটের মাঝে আক্রান্ত হন নির্দল প্রার্থী। সিপিআইএম ও কংগ্রেসের দাবি, পুরো কাঁথির ভোট চলছে লুঠ করে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাবতীয় ব্যুহ শেষ হয়ে গেছে। এমনই দাবি টিএমসির। বিজেপির কোনও স্থান নেই আর কাঁথিতে। ভোটের ফলে সেটাই দেখা যাবে। তৃণমূল নেতারা এমনই জানাচ্ছেন।

এদিকে অধিকারী পরিবারের বিমর্ষ হাওয়া বইছে। বাম আমল থেকে কংগ্রেস ও পরে তৃণমূল কংগ্রেস হয়ে এখন বিজেপি এই দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে শিশির অধিকারী নিজেও বিমর্ষ। সূত্রের খবর, তিনি ছেলের জন্য বারবার ফোন করছেন।

বিধানসভা ভোটের আগে অধিকারী পরিবার টিএমসি থেকে সরে যায়। ছেলে শুভেন্দু অধিকারীর কথামতো শিশিরবাবু তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। ভোটে নন্দীগ্রাম থেকে শুভেন্দু জয়ী হন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। তবে বিজেপি হয় বিরোধী দল। এর পর থেকে আরও নিজেকে গুটিয়ে নেন অধিকারী পরিবারের বড় কর্তামশাই।