লোকসভা ভোট শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। কিন্তু তার আগে আজ মঙ্গলবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ বালুরঘাটে এসে পৌঁছেছেন তিনি।
মোদী বলেন, ‘এবার রামনবমী আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রথম অযোধ্যায় রামমন্দিরে রামনবমী পালিত হবে। বাংলায় রামনবমী আটকাতে সবরকম ষড়যন্ত্র করেছে তৃণমূল। আগামী ৪ জুন ফের এনডিএ সরকার ৪০০ পার করবে। আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। গরিবদের জন্য আরও ৩ কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে। বিজেপির গ্যারেন্টিকে ভয় পেয়েছে তৃণমূল।’
এদিন তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তৃণমূল মনে করে দলিত, আদিবাসী নিজের ইচ্ছায় চলতে পারে না। তৃণমূল দলিত, আদিবাসী মহিলাদের নিজের বন্ধক করে রাখতে চায়। আদিবাসী-দলিতরা কেউ তৃণমূলের দাস নয়, হবেও না। আদিবাসীদের ইচ্ছা করে পরিষেবা দিচ্ছে না তৃণমূল। উন্নয়নমূলক কাজের বিরোধিতা করেছে তৃণমূল।’
দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালির ইস্যু, খুন নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হচ্ছে। আমাদের বুথ সভাপতিদের খুন করা হয়েছে। সন্দেশখালির ঘটনায় স্তম্ভিত দেশ। সন্দেশখালির অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। বাংলার এই তৃণমূল সরকার তোলাবাজদের জায়গা হয়ে গিয়েছে।’
#WATCH | West Bengal: While addressing a public meeting in Balurghat, Prime Minister Narendra Modi says, “Today this gathering of people in Balurghat, shows that this time victory will be of development. Today the whole state is saying 4 June ‘400 paar’, ‘fir ek baar Modi… pic.twitter.com/yi0wE9BoYF
— ANI (@ANI) April 16, 2024