রাজ্যপাল জগদীপ ধনখড় ইতিমধ্যেই বাংলায় দাঙ্গাবাজদের প্রতিনিধি হিসেবে পরিচিত হয়েছেন। সেই দাঙ্গাবাজদের নেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলন করে এই ভাষায় আক্রমণ করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস (Tmc ) সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। ঠাকুরনগর মতুয়া মেলাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের আসা নিয়ে কটাক্ষ করে সাংবাদিক সম্মেলন করে আক্রমণ করেন তিনি।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন বাংলায় দাঙ্গাবাজদের নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে বারবার বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আসায় ঠাকুরনগরে আমাদের ভয় হচ্ছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপাল সাক্ষাত করতেই পারেন। এমন দাবি করেছে বিজেপি।
এদিকে রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নেন। রাজ্যপাল ও রাজ্য সরকার সংঘাতের মাঝে এই ঘটনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজস্থানে গিয়ে সে রাজ্যের বিধানসভার অনুষ্ঠান থেকে জগদীপ ধনখড় বলেছিলেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বোন বলে মনে করেন।