Birbhum: মমতা কাটলেন কাজল শেখের নাম! কেঁপে গেল বীরভূমের তৃণমূল

গোরু পাচার তদন্তে অনুব্রত জেলে। তার জায়গায় বীরভূম (Birbhum) জেলা তৃণমূলের উঠতি মুখ ছিলেন অনুব্রত বিরোধী কাজল শেখ। তাকেই ছেঁটে দিলেন মমতা।

লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসন জিততে হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। রাজ্যে কংগ্রেসের সাথে সমঝোতা হবে না বলেই তার অবস্থান। যদিও রাহুল গান্ধী জোট বার্তা দিয়েছেন। এই প্রেক্ষিতে বীরভূমের সাংগঠনিক বৈঠক হয়। সেই বৈঠকে মমতা সরাসরি তার দলের ‘হার্ডি’ নেতা কাজল শেখের নামে রেগে যান। তিনি নিজে জেলার তৃণমূল কোর কমিটি থেকে নাম কাটেন কাজল শেখের।

   

বীরভূম জেলা তৃণমূল সভাপতি থাকাকালীন অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের দ্বন্দ্ব-সংঘাত ছিল চরমে। গোরু পাচার তদন্তে অনুব্রতকে জেলে নিয়ে যাওয়ার পর উল্লসিত ছিলেন কাজল শেখ। পরে দারুটে কাজলই জেলায় দলীয় হাল ধরেছিলেন। সেই কাজলে আস্থা নেই মমতার। বীরভূমে ৯ সদস্যের দলীয় কোর কমিটি থেকে বাদ কাজল শেখ।

জেলার সাংগঠনিক বৈঠকে কাজল শেখের বিষয়ে বীতশ্রদ্ধ ছিলেন মমতা। তিনি বলেন, নিজের ইচ্ছে মতো কাজ করছ। তুমি আপাতত জেলা পরিষদে মন দাও। এরপর কাজল শেখ কিছু বলেননি। জেলার তৃণমূল নেতাদের আশঙ্কা, ‘মাথা গরম’ কাজল শেখ এবার কী করবে তার ঠিক নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন