গুলি চলল। বোমা পড়ল। জখম একাধিক। উত্তর ২৪ পরগনার আমডাঙায় তীব্র আতঙ্ক। এলাকাবাসীর অভিযোগ, তৃ়ণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠিবাজির জন্য এমন কান্ড ঘটেছে।
গুলিতে জখম তৃণমূল কর্মী। তার নাম তৈয়ব আলি মণ্ডল। বোমাবাজিতে জখম আরও ৩ জন গ্রামবাসী। এরা সবাই বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থককে কলকাতায় আনা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের গোষ্ঠিবাজিতে এলাকায় মাঝে মধ্যে বোমা পড়ে। পঞ্চায়েত ভোটের আগে ফের তেমন ঘটনা ঘটল। জানা গিয়েছে, রবিবার বাইকে বাড়ি ফেরার পথে গুলি করা হয় তৈয়ব আলিকে।