আজ তৃণমূলের জন গর্জন। সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল এমনটাই খবর। ইতিমধ্যেই প্রার্থী তালিকা দিয়েছে বিজেপি। তবে ঘোষণার আগে বেরিয়ে এসেছে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর নাম। তারই মধ্যে উত্তর কলকাতার প্রার্থী হিসেবে উঠে আসছে সুদীপ বন্দোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) নাম।
সম্প্রতি সুদীপ কে নিয়ে উত্তরে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে ওঠে। সুদীপ কে যাতে প্রার্থী করা না হয় সেই দাবি তোলেন কুণাল ঘোষ থেকে তাপস রায় রা। X হ্যান্ডেলে সুদীপের বিরুদ্ধে বোমা ফাটান কুণাল ঘোষ। দল বিরোধী কথা বলে শোকজ নোটিশ আসে কুণালকে মেলে। যদিও তারপর বরফ গলে। দেখা যায় সুদীপ ফোন করে কুণালকে বাড়িতে চায়ের আমন্ত্রণ জানান। অন্যদিকে সুদীপের বিরুদ্ধে আওয়াজ তুলে দলত্যাগী হন বর্ষীয়ান বিধায়ক তাপস রায়।
এত কিছুর পরও সেই সুদীপএর নামই উত্তর কলকাতার সম্ভাব্য প্রার্থী হিসেবে পাওয়া যাচ্ছে। যদিও অভিষেক বন্দোপাধ্যায় ৭০ বছরের বেশি কাউকে প্রার্থী করতে নারাজ বলেই খবর তৃণমূল সূত্রে।
১) রাজ চক্রবর্তী- ব্যারাকপুর
২) রচনা বন্দ্যোপাধ্যায়-হুগলি
৩) সোনাক্ষী বা শত্রুঘ্ন সিনহা-আসানসোল
৪) সৌগত রায়-দমদম
৫) সায়নী ঘোষ-যাদবপুর
৬) সুদীপ বন্দ্যোপাধ্যায়- কলকাতা উত্তর,
৭) মালা রায়-কলকাতা দক্ষিণ
৮) উত্তম বারিক-কাঁথি
৯) অসীমা পাত্র-আরামবাগ
১০) কীর্তি আজাদ-বর্ধমান-দুর্গাপুর
১১) মহুয়া মৈত্র-কৃষ্ণনগর
১২) অজন্তা বিশ্বাস -মথুরাপুর
১৩) প্রসূন বন্দ্যোপাধ্যায়-হাওড়া
১৪) শম্পা ধাড়া-পূর্ব বর্ধমান
১৫) প্রিয়দর্শিনী হাকিম-বসিরহাট
১৬) প্রসূন বন্দ্যোপাধ্যায়-বালুরঘাট
১৭) শান্তনু সিনহা বিশ্বাস-বহরমপুর
১৮) দেব অধিকারী-ঘাটাল
১৯)খলিলুর রহমান/জাকির হোসেন-জঙ্গীপুর
২০) আবু তাহের/সৌমিক হুসেন-মুর্শিদাবাদ
২১) অসিত মাল-বোলপুর
২২) শতাব্দী রায়-বীরভূম
২৩) কুণাল ঘোষ-তমলুক
২৪) উদয়ন গুহ/রবীন্দ্রনাথ ঘোষ-কোচবিহার