TMC: বুড়ো দামড়া লোক, পার্টির কেউ নয়, মন্ত্রী অরূপকে আক্রমণ সাংসদ প্রসূনের

বিধানসভা নির্বাচনে হাওড়ার সবকটি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল৷ কিন্তু বছর ঘুরতেই অন্য ছবি। দলের নেতাদের মধ্যেই দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়েছে হাওড়া জেলায়। এবার নাম না…

TMC: বুড়ো দামড়া লোক, পার্টির কেউ নয়, মন্ত্রী অরূপকে আক্রমণ সাংসদ প্রসূনের

বিধানসভা নির্বাচনে হাওড়ার সবকটি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল৷ কিন্তু বছর ঘুরতেই অন্য ছবি। দলের নেতাদের মধ্যেই দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়েছে হাওড়া জেলায়। এবার নাম না করে মন্ত্রীর বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে অস্বস্তিতে তৃণমূল৷ রাজ্য নেতৃত্বের তরফে পদক্ষেপ নেওয়া হবে?

শনিবার এক সভা থেকে সাংসদ প্রসূন বলেন, উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনও তো হননি। ও সারাদিনই ঘুরছে। এই করছে, সেই করছে। বাজনা বাজাচ্ছে ছেলেদের সঙ্গে। একটু একটু করতে দিতে হয়। কোনও অসুবিধা নেই। থাকতে দিতে হয়। এই লোককে সভাপতি করা হবে? মঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংসদ।

প্রসূনের সাফ বক্তব্য, সব অভিষেক করছে। আমার বাবাও করছে না। আমার মা’ও করছে না। অভিষেক সব দাঁড়িয়ে করছে। বুঝেছে হাওড়ায় কি করতে হবে। তিনি আরও বলেন, পার্টিতে দু’টো করে লাইন চলছিল। ইয়ার্কি হচ্ছে? এতো বুড়ো দামড়া লোক আপনি। আমারও এত বয়স। আমরা যদি নোংরামি করি কি হবে পার্টিতে? পার্টিতে একটা এমপি, একটা মন্ত্রী নোংরামি করবে?

Advertisements

যদিও অরূপ রায়ের বিরুদ্ধে দলের নেতাদের ক্ষোভ নতুন কিছু নয়। ২০২১ সালে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন দলবদল করেছিলেন, তখন ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ রায়ের বিরুদ্ধে৷ এখন রাজীব তৃণমূলের ঘরে ফিরলেও দলের নেতাদের ক্ষোভের মুখে পড়তে হয় রাজীবকে৷ কিন্তু অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছিলেন রাজ্য নেতৃত্ব৷ তাই অরূপ রায়ের জেলা সভাপতি পদ কেড়ে নেওয়া হয়। তবে কি আগামী দিনে নিজের প্রাক্তন কেন্দ্র রাজীব প্রবেশপথ অনেকটা মসৃণ হল? সেটা অবশ্য সময়ের অপেক্ষা৷