বন্যার জলে ডুবল তৃণমূল সাংসদ-বিধায়ক নিয়ে স্পিডবোট, উদ্ধারে গ্রামবাসীরা

বন্যা দুর্গতদের পরিস্থিতি দেখতে গিয়ে সাংসদ, বিধায়কদের বোট ডুবে বিপত্তি। বীরভূমে (Birbhum) আস্ত স্পিডবোট গেল উলটে। বোটে ছিলেন দুই সংসদ, জেলাশাসক, বিধায়ক সহ ১৩ জন।…

বন্যা দুর্গতদের পরিস্থিতি দেখতে গিয়ে সাংসদ, বিধায়কদের বোট ডুবে বিপত্তি। বীরভূমে (Birbhum) আস্ত স্পিডবোট গেল উলটে। বোটে ছিলেন দুই সংসদ, জেলাশাসক, বিধায়ক সহ ১৩ জন। স্পিডবোট থেকে পড়ে জলে পড়লেন প্রশাসনের কর্তারা।

বুধবার বিকালে লাভপুরের বলরামপুর, জয়চন্দ্রপুর, শীতলগ্রাম ও রামঘাঁটি এলাকা পরিদর্শনে আসেন বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জেলাশাসক বিধান রায়, বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। এরপরই বিপত্তি।

   

গত কয়েকদিনের টানা বৃ্ষ্টি এবং মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে জল॥হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন বন্যা পরিস্থিত খতিয়ে দেখতে লাভপুরে গিয়েছিলেন জেলাশাসকসহ জনপ্রতিনিধিরা। 

লাভপুরের কুয়ে নদীর উপর স্পিড বোটে চেপে বন্যা পরিদর্শন করছিলেন তৃণমূল সাংসদ-বিধায়ক ও প্রশাসনিক কর্তারা। কুয়ে নদীর স্রোতের টানে উল্টে যায় স্পিডবোট। সবাইকে নিয়ে ডুবে যায় সেটি। নদীর তীরে থাকা গ্রামবাসীরা চিৎকার করতে থাকেন। উল্টে যাওয়া স্পিডবোটের পিছনে আরও একটি স্পিডবোট ছিল। সেটি দ্রুত এসে যায়। সেই বোটে জেলাশাসক ও জনপ্রতিনিধিদের সকলকে উদ্ধার করা হয়েছে।