“সরকারি যোজনার আবাস পেতে দিতে হয় কাটমানি’’- বিষ্ফোরক অভিযোগ দেবের ভাইয়ের

TMC MP Dev's Brother Claims Katamani Required for Government Housing Schemes

তৃণমূল নেতাদের কাটমানি না দিয়ে সরকারি যোজনার আবাস পাওয়া যায় না, এমনই অভিযোগ করলেন তৃণমূলের তারকা সাংসদ দেবের (TMC MP Dev’s Brother Claims) ভাই বিক্রম অধিকারী। এই অভিযোগে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল সভাপতি বলেন, সাংসদের ভাইয়ের এই অভিযোগ খুবই গুরুতর, দল এর তদন্ত করছে।

টলিউডের প্রথম সারির অভিনেতা দীপক অধিকারী তৃণমূলের টিকিটে জেতা জনপ্রতিনিধিও। সংসদ আদতে কেশপুরের মহিষদা গ্রামের ছেলে। দেবের জ্যেঠুর এক ছেলের নাম বিক্রম অধিকারী, তিনিই এই বিস্ফোরক অভিযোগ করেছেন।

   

বিক্রম অধিকারী জানান, ২০১৬ সালে সরকারি আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার যোগ্য হয়েও, স্থানীয় তৃণমূল নেতাদের টাকা দিতে হয়েছে। ফলে তখন তার পক্ষে বাড়ি বানানো সম্ভব ছিল না।

এর পরে, তৃণমূল সাংসদের ভাই স্থানীয় বিধায়ককে অনুরোধ করেও তার সমস্যার সমাধান হয়নি। টাকা না পাওয়ায় বিক্রম অধিকারীকে তার পরিবারের সাথে একটি জরাজীর্ণ বাড়িতেই থাকতে হয়।

বিক্রম অধিকারীর আরও অভিযোগ, এলাকায় সমস্যা সমাধানের নামে বিভিন্ন সালিশি সভায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাঁকে সামনে রেখে দেবের ভাই পরিচয় দিয়ে মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন বিবাদের মধ্যস্থতা করেন স্থানীয় তৃণমূল নেতারা।

দেবের ভাইয়ের দাবি, এসব অভিযোগের কিছুই অভিনেতা তথা সাংসদ দেবের কানে পৌঁছায়নি। কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোত্‍ পাঁজা দাবী করেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে কড়া ব্যবস্থাও নেওয়া হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন