তৃণমূলের হেভিওয়েট সাংসদকে ফোন অমিত শাহর, শুরু জল্পনা

তৃণমূলের শহিদ সমাবেশের আগেই জল্পনা ছড়িয়েছিল বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে যোগদান করছেন এক হেভিওয়েট সাংসদ। কিন্তু তা হয়নি। এরই মধ্যে অবশ্য ফুলবদল চলেছে পঞ্চায়েত স্তরে।…

Amit Shah, Union Home Minister of India, wearing a traditional white kurta and a saffron scarf, is smiling and posing for the camera in a well-lit setting.

তৃণমূলের শহিদ সমাবেশের আগেই জল্পনা ছড়িয়েছিল বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে যোগদান করছেন এক হেভিওয়েট সাংসদ। কিন্তু তা হয়নি। এরই মধ্যে অবশ্য ফুলবদল চলেছে পঞ্চায়েত স্তরে। কিন্তু এবার কি উলটপুরাণ? বিজেপিই কি তৃণমূল ভাঙছে? কারণ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ফোন করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে।

আর এই ফোন নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি অরূপ ফুল বদলাচ্ছেন? যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ অরূপ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, জন্মদিনের শুভেচ্ছা জানাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সকালে ফোন করেছেন। ফোনালাপের মাঝেই শাহের কাছে আবাসের বকেয়া টাকা চান অরূপ চক্রবর্তী।

   

অরূপ চক্রবর্তী ‘আনন্দবাজার পত্রিকা’কে বলেন, ‘তখন সকাল ৮টা বাজে। আমি তখনও ঘুম থেকে উঠিনি। দেখি দিল্লি থেকে ফোন এসেছে। ফোনের ওপার থেকে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। আমি ফোন ধরতেই আমাকে জন্মদিনের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যুত্তরে আমি তাঁকে নমস্কার জানিয়ে বলেছি, আমার মন ভাল নেই। লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার বহু বাড়ি ভেঙে গিয়েছে। দ্রুত আবাস প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী হেসে শুধু বলেছেন, দেখা যাবে।’

‘বঙ্গভঙ্গ’তেই সুকান্তকে ‘কিস্তিমাত’ শুভেন্দুর? ‘খেলা’ ঘুরিয়ে দিলেন মমতাই!

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে বাঁকুড়া আসন তৃণমূলকে উপহার দিয়েছেন অরূপ চক্রবর্তী। লোকসভা ভোটের সময় দলীয় প্রার্থী সুভাষ সরকারের হয়ে প্রচারে বাঁকুড়ায় এসেছিলেন অমিত শাহ। বাঁকুড়ায় রোড শো-ও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সুভাষ হেরে যান অরূপ চক্রবর্তীর কাছে।