বামদের ‘চিরকুটে চাকরি’কে দশ গোল তিন TMC বিধায়কের, চাকরি হারাবেন শতাধিক

মহা বিতর্কে মমতা সরকার

tmc mlas primary teachers recommendations list

মুখ্যমন্ত্রী মমতার দাবি গত বাম আমলের ৩৪ বছরে চিরকুটে চাকরি দেওয়া হতো। দাবি মতো প্রমাণ তৃণমূল কংগ্রেস হাজির করতে পারেনি। উল্টে মমতা সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য ভুরি ভুরি চাকরি প্রার্থীদের সুপারিশ করেছেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়করা। যাদের নাম জড়িয়েছে তারা হলেন রামনগরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীম মাঝি এবং শুভ্রাংশু রায়।

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নিজেদের লেটারপ্যাডে সুপারিশ করেছিলেন এই তণমূল জনপ্রতিনিধিরা৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জমা দেওয়া হয় সেই সুপারিশপত্র। জমা পড়ে নামের তালিকা। সেই নামের তালিকা ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
(এই তালিকা যাচাই করেনি কলকাতা ২৪x৭)

   

tmc mlas primary teachers recommendations list

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তাপস ঘোষ। সেই মামলায় তিন বিধায়কের লেটারপ্যাডে লেখা সুপারিশের প্রতিলিপি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। এবার তালিকা প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে৷

বামদের 'চিরকুটে চাকরি'কে দশ গোল তিন TMC বিধায়কের, চাকরি হারাবেন শতাধিক

উল্লেখ্য, রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে একাধিক মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সভাপতি পদ খুইয়েছেন মাণিক ভট্টচার্য। আলাদা করে সিবিআইয়ের সিট গঠন করে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্ত।

বামদের 'চিরকুটে চাকরি'কে দশ গোল তিন TMC বিধায়কের, চাকরি হারাবেন শতাধিক

দুর্নীতির কারণে আদালতের নির্দেশে সদ্য চাকরি খুইয়েছেন ২৬৯ জন। এরই মধ্যে আদালতের কাছে তিন বিধায়কের সুপারিশের প্রতিলিপি উঠে আসতেই সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে৷ তালিকা প্রকাশ্যে আসতেই এখন কর্মরত শিক্ষকদের ভবিষ্যত নিয়ে প্রশ উঠেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন