আচমকা রেখা পাত্রের বাড়িতে তৃণমূল বিধায়ক! কেন?

TMC MLA Visit Sandeshkhali BJP Candidate

সন্দেশখালিতে ফের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু বিজেপি নেত্রী ও লোকসভা প্রার্থী রেখা পাত্রের বাড়ি। বুধবার সকালে সেখানে হঠাৎ পৌঁছে যান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, সঙ্গে ছিলেন ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ এলাকার একাধিক তৃণমূল নেতা। এই আকস্মিক সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল উত্তর ২৪ পরগনার এই অতি-সংবেদনশীল এলাকায়।

রেখার বাড়িতে কেন?

তৃণমূল বিধায়কের দাবি, SIR তথা এনুমারেশন ফর্ম ঠিকভাবে ফিল-আপ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন। সেই তদারকির অংশ হিসেবেই এদিন পাত্রপাড়ার রেখা পাত্রের বাড়িতে গিয়েছিলেন তারা।

   

সেই সময় বাড়িতে ছিলেন না রেখা পাত্র। উপস্থিত ছিলেন তাঁর শ্বশুর-শাশুড়ি। তাঁদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুকুমার মাহাতো। ফর্ম সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা দেখে নেন। পাশাপাশি অসুস্থ শ্বশুরের খোঁজখবর নেন তৃণমূল নেতৃত্ব।

রাজনৈতিক সৌজন্য মানতে নারাজ TMC MLA Visit Sandeshkhali BJP Candidate

তবে এই সফরকে রাজনৈতিক সৌজন্য বা প্রশাসনিক তদারকি বলে মানতে নারাজ বিজেপি নেত্রী। রেখা পাত্র সরাসরি অভিযোগ তুলেছেন, “এই সফরের আড়ালে তৃণমূলের নোংরা পরিকল্পনা লুকিয়ে আছে। আমাকে দুর্বল করার চেষ্টা এবং সন্দেশখালির প্রতিবাদী মায়েদের আন্দোলন ভেঙে দেওয়ার ষড়যন্ত্রই ওদের উদ্দেশ্য।”

উত্তপ্ত সন্দেশখালি 

লোকসভা ভোটের পর থেকে সন্দেশখালি উত্তপ্ত হয়ে রয়েছে রাজনৈতিক টানাপড়েনে। বিজেপির অভিযোগ—স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধেই এলাকাজুড়ে প্রতিবাদে নেমেছেন মহিলারা। সেই আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র।

এই প্রেক্ষাপটে তৃণমূল বিধায়কের আকস্মিক উপস্থিতি আরও এক দফা জল্পনা বাড়ালো রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি—এটি শুধুই প্রশাসনিক কাজের অংশ। অন্যদিকে বিজেপি নেত্রী রেখা পাত্রের অভিযোগে নতুন করে বিতর্কের আঁচ ছড়িয়েছে গোটা সন্দেশখালিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন