HomeWest Bengal‘RSS-মার্কা মুখ্যমন্ত্রী’ বলে মমতাকে তোপ সাসপেন্ডেড হুমায়ুনের

‘RSS-মার্কা মুখ্যমন্ত্রী’ বলে মমতাকে তোপ সাসপেন্ডেড হুমায়ুনের

- Advertisement -

বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে আজীবনের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুন। সাফ জানিয়ে দেন—দল ছেড়ে যাওয়ার প্রস্তুতি তাঁর শেষ হয়ে গিয়েছে, এবং খুব শিগগিরই তিনি নিজস্ব রাজনৈতিক দল ঘোষণা করবেন।

বিধায়ক পদে ইস্তফা

হুমায়ুন কবীর বলেন, “কালকেই রিজাইন দিয়ে দেব। নতুন দল গড়ছি। কাল অথবা সোমবারই বিধায়ক পদে ইস্তফা দেব। আপনাদের কাছেই শুনলাম দল আমাকে সাসপেন্ড করেছে! ফিরহাদ হাকিমের কথার কৈফিয়ত দেব না—যা পারে করুক। ২০১৫ সালে পার্থ চট্টোপাধ্যায়ও কোনও নোটিস না দিয়ে আমায় সাসপেন্ড করেছিলেন।”

   

দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর ঘণ্টা দু’য়েকের মধ্যে তিনি জানান, জেলা সভাপতির সঙ্গে কথা বলে বহরমপুরে সাংবাদিক বৈঠক করবেন। শোনা যাচ্ছে, ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন। তাঁর দাবি, ৩১ সদস্য ইতিমধ্যেই তাঁর সঙ্গে কাজ করছেন এবং দল হবে “ধর্মনিরপেক্ষ”। বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং BJP—উভয়ের বিরুদ্ধেই লড়াই করবেন বলেও ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক।

বাবরি মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য— “নিজের টাকায় মুসলিমদের জন্য মসজিদ গড়তে বাধা কেন? যখন ক্লাবগুলোকে সরকার টাকা দেয়? উন্নয়নের নামে তোলাবাজি চলে? মসজিদ তো গড়বই। এই RSS-মার্কা মুখ্যমন্ত্রীর থেকে আগামী দিনে কেউ যদি BJP-র মুখ্যমন্ত্রী হন, তাতেও স্বাগত।”

কেন সাসপেন্ড করল তৃণমূল?  TMC MLA Suspended Babri Masjid

সাংবাদিক বৈঠকে শহর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দলের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী—মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে।

ফিরহাদের অভিযোগ, “তৃণমূল ঘৃণার রাজনীতি বরদাস্ত করে না। উনি রেজিনগরের মানুষ, কিন্তু ভরতপুরের বিধায়ক হয়েও বেলেডাঙার মতো ধর্মীয়ভাবে স্পর্শকাতর এলাকায় বাবরি মসজিদের শিলান্যাস করতে চাইছেন কেন? এতে সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা রয়েছে। BJP-র উস্কানিতেই তিনি বিভাজনের রাজনীতি করছেন।”

মন্ত্রী স্পষ্ট করে দেন, যারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করতে চান—তাদের সঙ্গে তৃণমূল কোনও সম্পর্ক রাখবে না।

BJP-র তীব্র আক্রমণ: ‘মমতা বাবরের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছেন’

হুমায়ুনের সাসপেনশনকে “নাটক” বলে কটাক্ষ করেছে BJP। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,
“যখন উনি বলেছিলেন—ওরা ৩০ শতাংশ, আমরা ৭০ শতাংশ; যখন বলেছিলেন কেটে ভাসিয়ে দেব—তখন তৃণমূল কী করছিল? আজকের ঘটনা স্রেফ রাজনৈতিক নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় বাবরের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছেন। ভারতের মানুষ এই রাজনীতি মেনে নেবে না।”

রাজনৈতিক অঙ্ক আরও জটিল

২২ ডিসেম্বর হুমায়ুনের নতুন দল ঘোষণার সম্ভাবনা রাজনৈতিক মহলে নতুন তরঙ্গ তুলেছে। মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠনগত সমীকরণে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। একইসঙ্গে তৃণমূল, BJP এবং হুমায়ুন কবীর—তিন শিবিরেই উত্তেজনা তুঙ্গে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular