দুর্নীতির সঙ্গে আপোষ করা হচ্ছে, বিস্ফোরক TMC বিধায়ক

দলীয় নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে বিস্ফোরক বিধায়ক। তাঁর দাবি দুর্নীতির (Corruption) সঙ্গে দল আপোষ করছে।হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক সমীর পাঁজার (Samir Panja)…

TMC logo with flowers in the background

দলীয় নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে বিস্ফোরক বিধায়ক। তাঁর দাবি দুর্নীতির (Corruption) সঙ্গে দল আপোষ করছে।হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক সমীর পাঁজার (Samir Panja) মন্তব্যের পর দলেই শুরু অস্বস্তি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সমীর পাঁজা হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা বলেই পরিচিত। কিন্তু দলেরই বিরুদ্ধে বারবার কথা বলে তিনি যে দলের অস্বস্তি বাড়াচ্ছেন।

তৃণমূল বিধায়ক সমীর পাঁজা বলেন আমি বিধায়ক হওয়ার আগে কী সম্পত্তি ছিল, আর পরে কী হয়েছে, তা দলের নজরে রাখা উচিত। ঠিক সে রকম ভাবে আমাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা কী ছিলেন, এখন কী অবস্থায় রয়েছেন, তা খতিয়ে দেখা হোক। দুর্নীতির সঙ্গে আপোষ করা হচ্ছে। এবার পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়ার আগে সবকিছু খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

Advertisements

সম্প্পতি দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সমীর পাঁজা। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন ‘হ্যাঁ আমার এই মহান নেত্রীটা আছে বলেই , আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাস এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে।’

একইসঙ্গে সমীর পাঁজা আরও লিখেছিলেন ‘আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে, একটা মেকি লিডার হতে চাইনা আমি। নাহলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে , তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…..?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!’