দাপুটে বাম নেতা তড়িৎ তোপদারের বাড়ি গিয়ে কী বললেন TMC বিধায়ক রাজ চক্রবর্তী?

সিপিআইএমের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে তৃণমূলের বিধায়ক। দাপুটে বাম নেতা তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। দুই নেতার সাক্ষাৎ ঘিরে…

সিপিআইএমের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে তৃণমূলের বিধায়ক। দাপুটে বাম নেতা তড়িৎবরণ তোপদারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। দুই নেতার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজ চক্রবর্তী। প্রাক্তন সিপিআইএম সাংসদের ছেলের দাবি, ব্যারাকপুর নিয়ে সিনেমা করতে চান চিত্র পরিচালক রাজ। সেই কারণেই  বাড়িতে আসা। তবে দাপুটে সিপিআইএম নেতার বাড়িতে আচমকা তৃণমূল বিধায়কের পা রাখা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দীর্ঘ সময় ধরে সাংসদও নির্বাচিত হতেন তড়িৎবরণ তোপদার। শুক্রবার আচমকা  তার বাড়িতে হাজির হন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। রাজনৈতিক জল্পনা উড়িয়ে তড়িৎবরণের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য-সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন রাজ। তড়িৎবরণের ছেলে নীলাদ্রি তোপদার জানিয়েছেন, “উনি (রাজ) বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করবেন। বাবা বাড়িতেই ছিলেন। তবে কী কথা হয়েছে বলতে পারব না। অফিস থেকে ফিরে এসে দেখলাম। বাবার সঙ্গে ব্যারাকপুরের রাজনীতি নিয়ে কথা হয়েছে বলে জানলাম। আগে কী পরিস্থিতি ছিল, এখন শান্ত হল কী করে এলাকা, সেই নিয়েই কথা হয় তাদের মধ্যে।”

রাজ নিজেও সাক্ষাতের কারণ খোলসা করেননি। তিনি বলেছেন, “আমি ওঁর সঙ্গে গল্প করতে এসেছিলাম। অনেক অজানা গল্প বললেন ব্যারাকপুরের।” এর মধ্যে কি রাজনৈতিক আলোচনাও ছিল এই প্রশ্নের উত্তরে রাজ বলেন, “আমি রাজনীতির কথা কারও সঙ্গে খুব একটা বলি না।” তড়িৎবরণের পরিবার সূত্রে জানা গেছে, ব্যারাকপুরের রাজনীতি, একসময় যার কেন্দ্রীয় চরিত্র ছিলেন তড়িৎবরণ, সে ব্যাপারে বিশদ জানতেই রাজ উপস্থিত হন।