চাকরি দেওয়ার নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, TMC বিধায়ককে তলব

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। এবার রাজ্য পুলিশের নজরে তেহট্টের তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক তাপস সাহার দিকে। তাঁকে তলব করল আর্থিক দুর্নীতি দমন শাখা।…

TMC logo with flowers in the background

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা। এবার রাজ্য পুলিশের নজরে তেহট্টের তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক তাপস সাহার দিকে। তাঁকে তলব করল আর্থিক দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সকাল ১১ টায় বিধায়ককে দুর্নীতি দমন শাখায় হাজিরা দিতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষক সহ একাধিক সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বিধায়ক। এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

   

গত এপ্রিল মাসেই তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল এবং তাঁর দুই সঙ্গী শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডলকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা। ধৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগ ওঠার পর থেকেই গা-ঢাকা দিয়েছিল তারা। পরে পুলিশের হাতে আসে তাঁরা।

পরে তদন্তে নেমে পাহাড় প্রমাণ অভিযোগ হাতে পায় পুলিশ। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। অভিযোগ, টাকা নিলেও চাকরি দেননি বিধায়ক। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। তাই একাধিক অভিযোগের ভিত্তিতেই তলব করা হয়েছে বিধায়ককে।