HomeTop StoriesManoranjan Byapari: দলীয় সমর্থকরা হামলা করল, অভিযোগ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির

Manoranjan Byapari: দলীয় সমর্থকরা হামলা করল, অভিযোগ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির

- Advertisement -

তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি (Manoranjan Byapari) খুনের আশঙ্কা করেছিল বুধবার। আর বৃহস্পতিবার তিনি জানালেন, তৃ়নমূল নেতা সমর্থকরা তার বিধায়ক কার্যালয়ে হামলা করেছে।

হুগলির বলাগড়ের বিধায়ক ছবি দিয়ে লিখেছেন, “অবশেষে আমার আশংকা সত্যি হলো। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালালো আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হলো দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি – দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত।”

   

বুধবার রাতেবলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যপারীর কার্যালয় ভাঙচুর করা হয় । বিধায়ক সোশ্যাল মিডিয়াতে তৃণমূল যুব নেত্রীর রুনা খাতুন-এর বিরুদ্ধে অভিযোগ করেন। সেদিনেই কার্যালয় ভাঙচুরের অভিযোগ তোলা হয়। রুনা দলবল পাঠিয়ে তার কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ জানান বিধায়ক।

প্রসঙ্গত, বুধবারই তিনি জানিয়েছিলেন, তার উপর হামলা হতে পারে। তার উপর ‘গুলি চালানো’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। রুনা খাতুন জানিয়েছেন, তার লোকজন এ কাজ করেনি। কারা করেছে পুলিশ প্রশাসন দেখুক। মিথ্যা অভিযোগ করছেন বিধায়ক। গত কয়েকদিন ধরে বিধায়কের বক্তব্য বলাগড়ের মানুষ ভালো ভাবে নেয়নি হলে তার মত। সেই কারণে স্থানীয় মানুষ দলীয় কার্যালয় ভাঙচুর করতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে, বলাগড় তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতেও ভাঙচুর হয়। তার স্বামী সুরজিৎ মুখোপাধ্যায়কে মারধর করা হয়। এই পঞ্চায়েত নেতা বিধায়ক ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে বলাগড়।

বৃহস্পতিবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুক একটি পোস্ট করেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলেন, ‘অবশেষে আমার আশঙ্কা সত্যি হল।”  

এর আগে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বুধবার ফেসবুক একটি পোস্ট করেন। নাম না করে তৃণমূলের যুব নেত্রী রুনা খাতুনের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। পাশাপাশি, আগামী ৭ জানুয়ারি তিনি ফেসবুক লাইভ করে অনেকের মুখোশ খুলে দেবেন বলেও দাবি করেন।
তৃণমূল নেত্রী রুনা খাতুন দাবি করেন, কোনও প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular