শুভেন্দু ব্যারাকপুর পৌঁছনোর আগেই যদি গাড়ির টায়ার পাংচার হয়: মদন মিত্র

অর্জুন সিং বিজেপি ছাড়ার পরেই অর্জুনের গড়ে সংগঠন দেখার দায়িত্বভার গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধে। আগামী ২৫ তারিখ ব্যারাকপুরে কর্মীদের উজ্জীবিত করতে বৈঠকে উপস্থিত…

অর্জুন সিং বিজেপি ছাড়ার পরেই অর্জুনের গড়ে সংগঠন দেখার দায়িত্বভার গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধে। আগামী ২৫ তারিখ ব্যারাকপুরে কর্মীদের উজ্জীবিত করতে বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভন্দু অধিকারী।

কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে পিছপা হলেন না মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেছেন, ব্যারাকপুর পর্যন্ত যেতে পারবেন না শুভেন্দু। তার আগেই তার টায়ার পাংচার হয়ে যাবে। গাড়ির টায়ার পাংচার হতে পারে, গাড়ির যান্ত্রিক ত্রুটি হতে পারে। ব্যারাকপুর যেতে গেলে শুভেন্দুকে কামারহাটির উপর দিয়েই যেতে হবে। সেই যাত্রাপথে শুভেন্দুকে খুব একটা স্বাগত জানানো হবে না তা একপ্রকার স্পষ্ট করে দিলেন মদন মিত্র।

তিনি আরও বলেন, খুব খারাপ লাগে। শুভেন্দুর কত ভালো প্রসপেক্ট ছিল। কত ভালো কেরিয়ার ছিল। কাল ব্যারাকপুর অবধি গেলে ভালো। তার আগে যদি গাড়ির টায়ার পাংচার হয়। আমি বলতে পারব না, অনেক কিছুই হতে পারে। ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে পারবে কিনা সন্দেহ রয়েছে।

রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই সোমবার একই বৈঠকে দেখা গেল অর্জুন সিং এবং মদন মিত্রকে। অর্জুনকে গোলাপের মালা পরিয়ে বুকে জড়িয়ে নিলেন মদন মিত্র। তিনি জানালেন, অর্জুন আগে ছিল আমার সৎভাই, এখন হয়েছে নিজের ভাই। আদতে দলের সিদ্ধান্তকেই তিনি মান্যতা দিচ্ছেন সেটাই বুঝিয়ে দিলেন কামারহাটির বিধায়ক।