শুভেন্দু যোগাযোগ করেছেন, পার্টি ভাবছে: মদন মিত্র

তৃণমূল কংগ্রেসে ফিরছেন শুভেন্দু অধিকারী। এবার স্পষ্ট করেই জানালেন কামারহাটির টিএমসি বিধায়ক মদন মিত্র। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট মদন মিত্র বলেছেন, শুভেন্দু পা বাড়িয়ে…

Suvendu Adhikari

short-samachar

তৃণমূল কংগ্রেসে ফিরছেন শুভেন্দু অধিকারী। এবার স্পষ্ট করেই জানালেন কামারহাটির টিএমসি বিধায়ক মদন মিত্র। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট মদন মিত্র বলেছেন, শুভেন্দু পা বাড়িয়ে দিয়েছেন। অলরেডি যোগাযোগ করেছেন। আমাদের পার্টি কি সিদ্ধান্ত নেবে তা আমি জানি না।

   

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফের তৃণমূলে যোগদান সম্পর্কে জল্পনা বাড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যা নিয়ে তোলপাড় রাজ্য।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, তিনি মেদিনীপুরের শুভেন্দু। পাল্টা মদন মিত্র বলেন, তিনি এখন আর বিরোধী দলনেতা নন। তিনি মেদিনীপুরের নেতা। শুভেন্দুকে অভিনন্দন দেরিতে শুভবুদ্ধির উদয় হয়েছে। আর কিছুদিন পরেই শুভেন্দুকে বলতে হবে আমি মেদিনীপুরের নই।

সম্প্রতি দ্রৌপদী মুর্মুর সমর্থনে তৃণমূলের সাংসদদের চিঠি দেন বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির সভাপতি। এই প্রসঙ্গে এর আগে কুণাল ঘোষ বলেছিলেন, শুভেন্দু পুরানো দলে ফেরার জন্য এখন থেকে মহড়া দিচ্ছে। তৃণমূল নেতাদের চিঠি লিখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার মদন মিত্রর কথাতে ফের একই ঝল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে।

এখানেই শেষ নয়, তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, বিজেপিতে শুভেন্দু অধিকারী যোগ্য সম্মান পাচ্ছেন না। তিনি ফিরতে চাইছেন। এমনটাও আমরা খবর পেয়েছি। যদিও বিষয়টি ভুয়ো খবর এবং এটি সস্তার রাজনীতি বলেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।