‘আরজি কর-কাণ্ডে বিচার না পেলে ইস্তফা দেব,’ ঘোষণা রায়গঞ্জের বিধায়কের

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Case) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তপ্ত বাংলা। শুধু বাংলাই নয়, এই ঘটনায় বিক্ষোভের আগুন জ্বলছে…

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Case) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তপ্ত বাংলা। শুধু বাংলাই নয়, এই ঘটনায় বিক্ষোভের আগুন জ্বলছে সমগ্র দেশ তথা বিশ্বে। বাংলার দিকে দিকে বিক্ষোভের আগুন জ্বলছে। এক কথায় এই ঘটনায় তোলপাড় হয়ে রয়েছে রাজ্য। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। অন্যদিকে এই নিয়ে রীতিমতো চাপ বাড়ছে শাসক দল তৃণমূলের মধ্যেই। এবার এই ঘটনা ইস্যুতে দলের চাপ বাড়ালেন সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।

আরজি করের ঘটনা প্রসঙ্গে একদিকে যখন সমগ্র বাংলা তোলপাড় তখন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সামাজিক মাধ্যমে একের পর এক বিস্ফোরক পোস্ট করলেন। সেইসঙ্গে ইস্তফার হুমকিও দিয়েছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। তিনি জানিয়ে দিলেন, আরজি কর ইস্যুতে যদি বিচার না হয় তাহলে তিনি ইস্তফা দেবেন। তিনি লেখেন, ‘আরজি কর ইস্যুতে যদি জাস্টিস না হয় তাহলে সবার আগে দায়িত্ব নিয়ে বললাম, আমি ইস্তফা দেব। ‘

   

এরপরেই বিজেপি সহ বাংলার বহু রাজনৈতিক দলকে নিশানা করেন বিধায়ক। তিনি লেখেন, ‘দয়া করে বাংলাকে অশান্ত করবেন না বিজেপি, কংগ্রেস, সিপিআইএম। এদের উস্কানিতে এগোবেন না কেউ। জয় বাংলা, সেভ বাংলা।’ এরপর গতকাল সোমবার তিনি লেখেন, ‘ভারতবর্ষ সর্ববৃহৎ গনতান্ত্রিক দেশ। এখানে ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, ভিন্ন ধর্মের লোক বসবাস করে। যে কোন গনতন্ত্রের দেশে সংবাদ মাধ্যম হল চতুর্থ স্তম্ভ। R G করের ঘটনা নিন্দনীয়, আমরা সকলে ধিক্কার জানাই। We all want to Justice for that. কিন্তু যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বাংলাকে উতপ্ত করছে।’

তিনি বলেন, ‘আজকে কলকাতাতে চিকিৎসা ব্যবস্থাকে লন্ডভন্ড করে দিচ্ছে। বিবেকের সহিত বলুন, ক্ষতি কার হচ্ছে। বাংলায় যাদের রাজনৈতিক সময় শেষ হয়ে গেছে, তারা নিজেদেরকে উৎভাবন করার জন্য সাধারণ মানুষকে নিজেদের স্বরযন্ত্রে সামিল করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গকে উতপ্ত করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’