Jiban Krishna Saha: কেষ্টর জেলায় সুবিশাল সম্পত্তি করে এখন সিবিআইয়ের চক্রব্যূহে জীবন

Jiban Krishna Saha, TMC MLA from Murshidabad

শুক্রবার দুপুর থেকে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। যে সমস্ত তথ্য এখনও পাওয়া গেছে, তা নিয়োগ দুর্নীতির খনি। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা। এরই মধ্যে জীবনকৃষ্ণের সম্পত্তির হদিশ পাওয়া গেল। সূত্রের খবর, নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবনকৃষ্ণ। যা রয়েছে বীরভূমে। কেষ্টর জেলায় কেন সম্পত্তি কিনেছিলেন তিনি? উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, ২০১৮-২২ সালের মধ্যে কয়েক কোটি টাকার জমি কিনেছিল বড়ঞার বিধায়ক। সূত্রের খবর বোলপুর পুরসভা এলাকায় সাড়ে পাঁচ কাঠা জমি কিনেছেন বিধায়ক। যা অনুব্রত মণ্ডলের এলাকাতেই অবস্থিত। তবে কি এর সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ রয়েছে? উঠছে প্রশ্ন। এছাড়াও শান্তিনিকেতন ও সাঁইথিয়াতেও বিরাট সম্পত্তির হদিশ মিলেছে৷

   

জীবনকৃষ্ণের বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে ৬ টি ব্যাগ। যাতে প্রচুর নথি রয়েছে বলে মনে করা হচ্ছে। যা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই। কিন্তু একজন রেশন ডিলারের পরিবারের সদস্য থেকে কীভাবে বিধায়ক হন জীবন? প্রশ্ন জাগতে শুরু করেছে।

২০২১ সালে বড়ঞা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হলেন জীবনকৃষ্ণ সাহা। ২০১৬ সালে জীবনকৃষ্ণর বিধানসভার টিকিট পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেবার তাঁকে প্রার্থী করেনি দল৷ কিন্তু তখন থেকেই দুর্নীতিতে হাত পাকিয়েছিল জীবন৷ একাধিক এজেন্টের মুখে তার নাম আসতেই সিবিআইয়ের চক্রব্যূহে জড়িয়ে পড়ছেন বিধায়ক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন