
পঞ্চায়েত ভোটের আগেই তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মগরাহাটে শাসকদলের কোন্দল। যুব সংগঠনের বিরুদ্ধে তোপ (Giasuddin Mollah) গিয়াসউদ্দিন মোল্লার।
দলের একাংশকে তোপ দেগেছেন তৃণমূল বিধায়ক। গিয়াসউদ্দিন মোল্লা জানিয়েছেন, চোর, ডাকাত খুনিদের টিকিট দেওয়া হয়েছে। বিধায়কের মন্তব্য নিয়ে ফের শোরগোল। ড্যামেজ কন্ট্রোল নেমে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল সভাপতির দাবি, প্রকাশ্যে বলা ঠিক হয়নি।
তৃণমূলের এই কোন্দলকে কটাক্ষ করে স্থানীয় বিজেপি নেতা বলেছেন, পাপ করলে তার ফল ভোগ করতে হবেই তাই আজ গিয়াস উদ্দিন মোল্লা তার দোষ স্বীকার করে নিলেন। তৃণমূল দল একটি তোলাবাজের দল।
মনোনয়ন পর্বেও দলের বিরুদ্ধে গোঁসা দেখিয়েছিলেন গিয়াসউদ্দিন। ভোটের আগেও তার গোঁসা চরমে। তিনি বিদ্রোহী বিধায়কদের তালিকায় নাম লিখিয়েছেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










