গতকাল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েত এফসিকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ফুটবল দল । যা নিয়ে উচ্ছোসিত দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। গতকালের এই খেতাব জয়ের ফলে এই নিয়ে মোট ৯ বার এই আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করল ব্লু টাইগার্স। পাশাপাশি চলতি বছরে এই নিয়ে টানা তিনটি ট্রফি ঘরে তুলল ইগর স্টিমাচের ছেলেরা। যা নিয়ে এবার আবেগঘন ট্যুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Congratulates)।
ঘন্টাকয়েক আগেই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে মোদী লেখেন, “ভারতের মাথায় আবার বিজয়ের মুকুট। এবারের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে রীতিমতো রাজত্ব করেছে ব্লু টাইগার্স। আমাদের দলের সকল খেলোয়াড়দের জানাই অভিনন্দন। সেইসাথে তিনি লেখেন ভারতীয় দলের এই অভিনব যাত্রা থেকে শুরু করে খেলোয়াড়দের দৃঢ় সংকল্প এই সমস্ত কিছুই আগামীর প্রতিবাদের অনুপ্রাণিত করতে থাকবে।”
গতকাল ফাইনাল ম্যাচ ঘিরে রীতিমতো পরিপূর্ণ ছিল বেঙ্গালুরুর এই কান্তিরাভা স্টেডিয়াম। সেখানে ফুটবলপ্রেমী মানুষদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা শ্রেয়স আইয়র থেকে শুরু করে ডিকে শিবকুমারের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। তা যেন বাড়তি উৎসাহ জুগিয়েছিল ভারতীয় ফুটবল দলকে।
India crowned champions, yet again! The Blue Tigers reign supreme at the #SAFFChampionship2023! Congrats to our players. The Indian Team’s remarkable journey, powered by the determination and tenacity of these athletes, will continue to inspire upcoming sportspersons. pic.twitter.com/DitI0NunmD
— Narendra Modi (@narendramodi) July 5, 2023
<
p style=”text-align: justify;”>গতকাল ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে দল পিছিয়ে গেলেও প্রথমার্ধের শেষ লগ্নে এসে দৃষ্টিনন্দনীয় গোল করে যান লালিয়ান জুয়ানা ছাংতে। তারপর থেকেই বারংবার আক্রমণ উঠতে থাকে সুনীল ব্রিগেড। এভাবেই আক্রমণ- প্রতি আক্রমণে কেটে যায় নির্ধারিত সময়। তারপর অতিরিক্ত সময়ে গোল করার সুযোগ আসলে ও তাকে কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষে। শেষ পর্যন্ত গুরপ্রীত সিংয়ের অনবদ্য পারফরম্যান্সে সাডেন ডেথ থেকে আসে জয়।