‘রাজ্যের নামে ভুল তথ্য যাচ্ছে’, এবার সরব বিধায়ক সোহম

কুণাল ঘোষের পর এবার সরব হলেন টলিউড অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আরজি কর-কাণ্ডের মাঝেই বর্তমানে একটি সিনেমাকে কেন্দ্র করে তুমুল তর্জা…

কুণাল ঘোষের পর এবার সরব হলেন টলিউড অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। আরজি কর-কাণ্ডের মাঝেই বর্তমানে একটি সিনেমাকে কেন্দ্র করে তুমুল তর্জা শুরু হয়েছে। আর সেই সিনেমার নাম হল The Diary of West Bengal। বাংলার সাম্প্রতিক ঘটনাবলিকে কেন্দ্র করে সিনেমা তৈরি হয়েছে। এদিকে এই সিনেমা বাংলার ভাবমূর্তিকে নষ্ট করার অভিযোগ তুলেছেন তৃণমূলের কুণাল ঘোষ। এবার এই সিনেমা নিয়ে সরব হলেন শাসক দলের বিধায়ক সোহম চক্রবর্তী।

‘The Diary of West Bengal’ এই সিনেমা নিয়ে কেন টলিউডের কেউ সমালোচনা করছেন না সেই প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। আর এই নিয়ে তাঁকে যথেষ্ট সমালোচনার স্বীকারও হতে হয়েছে। তবে এবার সোহম চক্রবর্তী নিজে একজন অভিনেতা হয়ে যা বললেন তা শুনে চমকে গিয়েছেন সকলে। এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘অন্যায়ের প্রতিবাদ সবসময়ই হওয়া উচিৎ, যেমন আমি, আমরা এবং আমাদের গোটা রাজ্য তথা সকল ভারতবাসী চাইছি শীঘ্রই ন্যায় পাক তিলোত্তমা, যে বা যারা অপরাধী সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’

   

তিনি আরও লেখেন, ‘রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেখি কোনো কারণ ছাড়াই কিছু মুষ্টিমেয় মানুষ নিজেদের বা নিদির্ষ্ট কোনো দলের স্বার্থের জন্য আমাদের বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে বা করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন খারাপ লাগে বৈকি। সদ্য মুক্তিপ্রাপ্ত একটি হিন্দী সিনেমা সেটাই করার চেষ্টা করছে, যে সিনেমা ছড়াতে চাইছে ভুল তথ্য এই রাজ্যের নামে আর সেই ভুল তথ্য রাজ্যের বাইরের মানুষের কাছেও যাচ্ছে, যদিও আজকালকার দিনে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল প্রতিটি রাজ্যের খবর আর রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাই কোনটা সঠিক তথ্য আর কোন তথ্য সিনেমাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে সেটা সবাই বুঝতে পারে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন বিগত কয়েকবছরে বেশ কিছু হিন্দি ছায়াছবির উদ্দেশ্য বিনোদন বা শিক্ষা প্রদান করা নয়, মানুষের মনে হিংসে, বিদ্বেষ আর ভুল তথ্য ছড়ানো, যেটা এই মাধ্যমকে নিজেদের স্বার্থে ভুলভাবে ব্যবহার করা। তাই এই ধরণের কাজকে মন থেকে সাপোর্ট সত্যিই করতে পারছি না, কারণ দিনের শেষে আমার রাজ্য টাকে যেভাবে দেখানো হচ্ছে আদৌ সেরকম যে নয় সেটা তারাও ভালোভাবে জানে।’

অভিনেতার কমেন্ট বক্সে একজন লেখেন, ‘আপনি যে এতো চটি চাটেন তা জিভের স্বাদ কোরক আছে না গেছে ……বাংলার ঠেকা আপনি নিয়ে বসে আছেন নাকি ..! বড়ো বাংলা প্রীতি দেখাচ্ছেন যে , তা আপনার নেত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করুন – সর্বজন শ্রদ্ধেয় প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হবে তিনি তখন বিরোধীতা করেছিলেন কেন ? উনি কি বাঙালি নন …… তাই এঁদো যুক্তি দেবেন না!! বাংলা ও বাঙালির শত্রু আপনারা ।।’