Akhil Giri: শাহজাহান নিয়ে মন্তব্যের জেরে তলব অখিল গিরিকে

তলব করা হল কারামন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri)। শেখ শাহজাহানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তলব করা হল তাকে। কারামন্ত্রী অখিল গিরিকে তলব করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কলকাতায় তলব করা হয়েছে অখিলকে বলে জানা গিয়েছে। সন্দেশখালির সরবেড়িয়ায় ইডির উপর হামলার ঘটনায় পুলিশ খুঁজছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। ৫ ই জানুয়ারি থেকে নিখোঁজ শাহজাহানকে খুঁজছে ইডিও।

সব মহলে আলোচনা চলছে শাহজাহানকে নিয়ে। এমনকী এটি বর্তমানে জাতীয় স্তরে আলোচ্য ইস্যু হয়ে গিয়েছে। কোথায় রয়েছেন তিনি, এই প্রশ্ন সব দিকে, বাড়ছে জল্পনাও। এমন সময় চলতি সপ্তাহে চাঞ্চল্যকর মন্তব্য করে অখিল গিরি। তিনি বলেন, “শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন।”

   

কিন্তু বাইরে মানে কোথায়? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিল বলেন, “পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে আছে। রাজ্যে থাকলে পুলিশ ঠিক খুঁজে বের করতে পারত।”

শাহজাহান নিয়ে অখিলের এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। বিরোধীরা বারবার দাবি করেছে যে শাহজাহানের ‘নিখোঁজ’ সংক্রান্ত সমস্ত তথ্যই দল জানে। এর মাঝে এমন মন্তব্য বিতর্ক আরও উষ্কে দেয়। এরপরই অখিলকে ডেকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে যখনই কলকাতাই আসবেন তখনই এই বৈঠক হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন