Anubrata mondal: কেষ্টদা’র অন্ডকোষে আর পুঁজ নেই শুনে স্বস্তিতে তৃণমূল নেতারা, অনুব্রত বরণে জমদার প্রস্তুতি

Anubrata mondal's home

কেষ্টদা’র অন্ডকোষ দুটো এখন ভালোই আছে। আর পুঁজ নেই। উনি পাহাড়েশ্বর বাবার আশীর্বাদে ভালোই থাকবেন। বলছেন বীরভূম (Birbhum) জেলার নেতা ও কাছের লোকরা।মাস খানেক পর ফের নিজের ঘরে আসছেন তৃ়নমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata mondal) ।

তবে অস্বস্তি কাটেনি অনুব্রতর। কারণ গোরু পাচার মামলায় তাকে ফের তলব করবে সিবিআই। আপাতত তিনি জেলায় ফিরছেন খবরে টিএমসি নেতা সমর্থকরা খুশি। প্রায় ৪৫ দিন বোলপুরের নিজ বাড়ি ও জেলা কার্যলয় থেকে বিচ্ছন্ন ছিলেন তিনি। কলকাতা চিনার পার্ক এর বাড়িতে বসবাস করেতে হচ্ছিল।

   

গোরু পাচার কান্ডে অনুব্রত মন্ডলের নাম জড়িয়েছে। ৫ বার সিবিআই নোটিশের পর সব রক্ষাকবচ সরে গেলে অনুব্রক মন্ডল সিদ্ধান্তে নেন নিজাম প্যালেস সিবিআই জেরার মুখোমুখি হবেন। কলকাতা গিয়ে হাজিরার আগে তিনি ফের অসুস্থ হন। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসকরা জানান তাঁর দুটি অন্ডকোষে পুঁজ হয়েছে। এছাড়া হার্টের অবস্থা ভালো না। চিকিৎসা চলে। তিনি কিছুটা সুস্থ হয়ে চিনার পার্কের ফ্ল্যাটে ফিরে আসেন।

এরপর বৃহস্পতিবার নিজে থেকেই নিজাম প্যালেসে সিবিআই আঞ্চলিক কার্যালয়ে হাজিরা দেন। তাঁকে জেরা করে সিবিআই। টানা ৪ ঘন্টা জেরা শেষে বেরিয়ে এসে ফের এসএসকেএম হাসপাতলে চিকিৎসা সারেন।এরপর শুক্রবার বোলপুর বাড়িতে আসার সিদ্ধান্ত নেন।

এই খবর যখন বীরভূম তৃণমূল কর্মীদের কাছে আসে। আর উৎসবের মেজাজ শুরু হয় বোলপুরের নিচুপট্টি এলাকায়। জানা গিয়েছে, অনুব্রত কে বরণ করতে বীরভূম জেলার ১১ জন বিধায়ক,মন্ত্রী ও হাজারের বেশি সংখ্যক ব্লক সভাপতি সকলে উপস্থিত থাকবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন