TMC: জেল আতঙ্কে উৎসব মরশুমে তৃণমূলে বিষাদের ঘনঘটা

তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের আমলে বাংলার পুজোকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। এই ইস্যুকে সামনে রেখেই জোরকদমে প্রচার চালাচ্ছেন শাসক দলের নেতা কর্মীরা৷ একমাস আগে থেকেই…

TMC: জেল আতঙ্কে উৎসব মরশুমে তৃণমূলে বিষাদের ঘনঘটা

তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের আমলে বাংলার পুজোকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। এই ইস্যুকে সামনে রেখেই জোরকদমে প্রচার চালাচ্ছেন শাসক দলের নেতা কর্মীরা৷ একমাস আগে থেকেই (Durga Puja) পুজো উদযাপন শুরু হয়েছে৷ তবে পুজোর মরশুমে বিষাদের ছবি তৃণমূলের অন্দরে৷ বুধবার আদালতের জোড়া রায়ে সেই ছবি স্পষ্ট হল৷

mamata banerjee

   

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ নাম জড়ানোর পর থেকেই দলের তরফে তার থেকে দুরত্ব রাখা হয়েছিল ঠিকই। পরে দলীয় পদ ও মন্ত্রীত্ব থেকে সাসপেন্ড হন। কিন্তু বিধানসভায় খাতায় কলমে তিনি এখনও তৃণমূলেরই বিধায়ক পার্থ৷ বুধবার তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ তাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজোর এখন খবরের শিরোনামে।

partha chatterjee

শুধুমাত্র পার্থ নয়, আগামী ৫ অক্টোবর অবধি জেল হেফাজতে থাকবেন অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের নাম জড়িয়েছে নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে৷ ইডির দেওয়া চার্জশিটে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য জমা পড়েছে আদালতে৷ তাতেই সিঁদূরে মেঘ দেখছে শাসক দল৷

Manik Bhattacharya

Advertisements

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বহু বিধায়ক, নেতাদের নাম জড়াতে পারে৷ সেই তালিকায় জুড়তে পারে একাধিক আধিকারিকদের নাম৷ এমনকি আদালতের নির্দেশে পুজোর আগে বহু কর্মরত শিক্ষক চাকরি হারাতে পারেন৷ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদক্ষেপে তেমনটাই ইঙ্গিত মিলতে শুরু করেছে। তাতে পুজোর আগে বিরাট সমস্যায় পড়তে চলেছে শাসক শিবির৷

TMC: জেল আতঙ্কে উৎসব মরশুমে তৃণমূলে বিষাদের ঘনঘটা

অন্যদিকে, গোরু পাচার মামলায় বীরভূমের তাবড় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ বেড়েছে। এবারের পুজোতে তারও ঠিকানা আসানসোলের সংশোধনাগার। সারা বাংলায় বিরাট পুজো উদযাপনের মাঝে বীরভূমের কেষ্টর অনুপস্থিতিতে কিছুটা ম্লান শাসক শিবিরের নেতারা৷ তাই বিশেষ আয়োজন হয়নি।

যদিও এই সমস্ত কিছুকেই কর্ণপাত করতে নারাজ ঘাসফুল শিবির৷ বরং ইউনেসকো সম্মানে ভুষিত বাংলার পুজোকে সাড়ম্বরে পালিত করতে চান তারা৷ বৃহস্পতিবার থেকেই শহর কলকাতায় পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেতারা জেলে থাকলেও উৎসবের মরশুমে বিরাট আয়োজন করছে তৃণমূল শিবির।