শিক্ষক দিবসে বিষাদময় মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। আত্নঘাতী শিক্ষক উজ্জ্বল সিংহরায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শিক্ষকের আত্মহত্যাকে প্রাতিষ্ঠানিক খুন বলেছেন তিনি।
আত্মঘাতী শিক্ষকের স্ত্রী প্রকাশ্যে অভিযোগ করেছেন, তার স্বামীকে চোর অপবাদ দিয়ে মানসিক নির্যাতন করা হয়েছিল। অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন সমিতিতে থাকা তৃণমূল নেতারা ক্রমাগত টাকা দেওয়ার চাপ তৈরি করেছিলেন। তবে তৃণমূল নেত়ত্ব অভিযোগ অস্বীকার করেছেন।
Murshidabad: স্ত্রীর দাবি তৃণমূলের হুমকিতেই শিক্ষক আত্মঘাতী
অভিযোগ, তৃণমূলের তোলাবাজির অত্যাচারে অতিষ্ট হয়ে গত ২ সেপ্টেম্বর আত্মঘাতী হন রানিনগর শেখ পাড়া বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক উজ্বল সিংহরায়।
অভিযোগ, মিড ডে মিল টাকা আত্মসাৎ করার মি়থ্যা অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছিল উজ্জ্বল সিংহরায়কে। প্রশাসনের কাছে জানিয়েও কোনও সুরাহা হয়নি। স্ত্রীর অভিযোগ মিড ডে মিলের চাল চুরির অভিযোগ এনে ৩৫ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আইনাল হক ও কমিটির অন্যান্য সদস্যরা। টাকা না দিলে বছর ৪২-র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহরায়কে চুরির কেসে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দিচ্ছিলেন।
শিক্ষক দিবসের দিন মুর্শিদাবাদে (Murshidabad) ওই শিক্ষকের পরিবারের সঙ্গে দেখা করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “এই শিক্ষক অপবাদ মাথা পেতে নিতে পারেননি। তাঁর নিজের সন্তান এই স্কুলে পড়ে। বোঝা যায়, স্কুল তিনি ভালো করে চালাতে চাইতেন। রাজ্যে স্কুলের ব্যবস্থা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী জেলে আছেন। অপরাধীরা আত্মহত্যা করছে না। মমতা ব্যানার্জি, আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই শিক্ষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এটা প্রাতিষ্ঠানিক খুন। যে সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলেছেন এটা তারই অংশ। আমরা পরিবারের সঙ্গে আছি। পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।