Viral Audio Clip: বাম প্রার্থীকে হারিয়ে টাকা দিয়ে জয় তৃণমূলের, অডিও ক্লিপে শাসকের অস্বস্তি

পঞ্চায়েত নির্বাচনকালীন সময় থেকে গণনা পর্যন্ত একের পর এক অভিযোগ উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। কখনো ভোটে জেতার তাগিদে ব্যালট খেয়ে নেওয়া, কখনো আবার…

short-samachar

পঞ্চায়েত নির্বাচনকালীন সময় থেকে গণনা পর্যন্ত একের পর এক অভিযোগ উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। কখনো ভোটে জেতার তাগিদে ব্যালট খেয়ে নেওয়া, কখনো আবার ব্যালটে কালি ঢেলে বা জল ঢেলে ভোট নষ্ট করা। এবার বর্ধমানের একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে দুই ব্যক্তির কথোপকথন সামনে এসেছে (Vial Audio Clip) যেখানে বলা হচ্ছে এক সিপিআইএম প্রার্থীকে হারিয়ে টিএমসি প্রার্থীকে জেতানো হয়েছে। কলকাতা ২৪x৭ এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি।

   

সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি তাদের ফেসবুক পেজে এই অডিও ক্লিপ প্রকাশ করার পর রাজনৈতিক বিতর্ক চরমে। এদিকে জেলার বিভিন্ন এলাকা থেকে গুচ্ছ গুচ্ছ বাম প্রতীকে ছাপ মারা নষ্ট ব্যালট উদ্ধার হচ্ছে। শুধু পূর্ব বর্ধমান নয়, আরও অন্যায় জেলায় একই ঘটনা।

ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে, একজন ব্যক্তি অপর ব্যক্তিকে বলছে যে ভোটের গণনা পর্বের আগে টাকা দিয়ে ঠিক হয়ে গিয়েছে যে কোন প্রার্থীকে এবার ভোটে জেতানো হবে। এই অডিও নিয়ে তীব্র শোরগোল পড়েছে গোটা রাজনৈতিক মহলে। এই অডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই চরম অসস্তিতে পড়েছে শাসক দল।

জানা গিয়েছে পূর্ব বর্ধমানের বাঘাড় এবং খেতিয়া এই দুই এলাকার প্রার্থী হেরে যাওয়া সত্বেও তাদের যে বিরোধীরা ছিল গণনা কেন্দ্র থেকে জোর করে তাদের বের করে দেয়া হয়। সঙ্গে যে দুই তৃণমূল প্রার্থী ছিল তাদের জিতিয়ে দেওয়া হয় এমনটাই ওই অডিও ক্লিপে ধরা পড়ছে। দেখা গিয়েছে গণনার দিন যে বিরোধীরা ছিল সিপিআঅএম এবং বিজেপি তারা অভিযোগ করছে, গণনাকে কেন্দ্রের যেসব কর্মীরা ছিল তারা জোর করে বের করে দেয় তাদের। এরপর একছত্রভাবে গণনা করা হয়। এবং এই ঘটনার পর তৃণমূল প্রার্থীকে জেতানো হয়।

তবে শাসকদলের দাবি এই পুরো ঘটনাটাই মিথ্যে। তাদের ফাঁসানোর জন্য গোটা চক্রান্ত করেছে বিরোধীরা। যাদের মধ্যে কথোপকথন হচ্ছে তাদের কেউ শাসক দলের নয় এমনটাই দাবি শাসকদলের।