TMC: জয়নগরের পর গোসাবায় ‘খুন’ তৃণমূল নেতা

তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। সম্প্রতি জেলার জয়নগরে তৃ়নমূল নেতাকে খুনের রেশ ধরে পরিস্থিতি ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। এবার গরম গোসাবা।…

Dead body recovered from Burdwan University

তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। সম্প্রতি জেলার জয়নগরে তৃ়নমূল নেতাকে খুনের রেশ ধরে পরিস্থিতি ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। এবার গরম গোসাবা। ফের খুন তৃণমূল নেতা। জয়নগর, আমডাঙার পর এবার গোসাবায় তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে। নিহত তৃণমূল নেতার নাম মোসাদুল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারণেই গোসাবার তারানগরের বুথ সভাপতি মোসাদুল মোল্লাকে পিটিয়ে মারার অভিযোগ। আহত অবস্থায় তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাঁর মৃত্যু ঘটে বলে জানা গিয়েছে। নিহত ব্যক্তি এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং তৃণমূলের এই এলাকায় গোষ্ঠীদ্বন্দ আছে বলে অভিযোগ। বিধায়ক বনাম এলাকার জেলা পরিষদ, দুই দলের দীর্ঘদিনের ঝামেলা রয়েছে বলে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দের কারণেই এই ঘটনা বলে অভিযোগ করা হচ্ছে।

তারানগর এলাকায় একটা ঢালাই রাস্তা হচ্ছিল। নীম্নমানের জিনিস দিয়ে কাজ হওয়ার প্রতিবাদ করেন তিনি। এই প্রতিবাদের ফলে তৃণমূলের আরেক অংশ তাকে পিটিয়ে মারে বলে অভিযোগ। ঘটনার পর তিনি আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। এরপর পরিবারের সদস্যরা এবং তৃণমূল কর্মীরা তাকে নিয়ে নদী পার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, রাস্তায় যেতে যেতে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গোসাবা থানার পুলিশ।