রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোগ উঠেছে। এরই মধ্যে বেআইনি নিয়োগের অভিযোগে সোমবার ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে৷ সেই তালিকায় একাধিক তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি হারানোর খবর মিলেছে। এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ৷
দিনহাটার বিধায়ক ফেসবুক পোস্টে লেখেন, “২৬৯ জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে,CBI দিল্লিতে
স্বরাষ্ট্র দপ্তরে যাবে তো ?কাক কাকের মাংস খাবে ?”
এর পরেই প্রশ্ন, কেন একথা বললেন উদয়ন গুহ। রাজনৈতিক মহলের ধারণা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যেই একথা বলেছেন তৃণমূল বিধায়ক। কারণ, বিজেপিতে যোগদানের আগে তৃণমূলের যুব সভাপতি ছিলেন নিশীথ। এমনকি তিনি অভিষেক ঘনিষ্ট নেতা বলেই পরিচিত ছিলেন৷ তাঁর হাত ধরে একাধিক জনের চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে দলবিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করে তৃণমূল। ২০১৯ এর নির্বাচনের আগে বিজেপিতে যোগদান৷ কিন্তু অভিযোগ নিশীথের পিছু ছাড়ছে না।
সোমবার কলকাতা হাইকোর্ট ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে। তাঁদের বেতন বন্ধের পাশাপাশি স্কুলে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের মধ্যে কোচবিহার জেলায় ৩২ জন রয়েছে এবং দিনহাটা মহকুমার ৬ জন রয়েছে।
তৃণমূলের তরফে সরাসরি অভিযোগ, দিনহাটা মহকুমায় যাঁদের বরখাস্ত করা হয়েছে তাদের চাকরি নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠদের মাধ্যমে হয়েছে। তাই দিনহাটার বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে তুমুল শোরগোল পড়ে গেছে। যদিও এব্যাপারে বিশেষ কিছু বলতে নারাজ উদয়ন। সময় হলে সবটাই বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি।