HomeTop StoriesSujata Mondal: 'নোংরা লোকটাকে হারিয়ে বিদায় করুন', বিজেপি সাংসদের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন...

Sujata Mondal: ‘নোংরা লোকটাকে হারিয়ে বিদায় করুন’, বিজেপি সাংসদের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন স্ত্রী সুজাতা

- Advertisement -

বাঁকুড়াঃ ‘জীবনে সুজাতা কোনওদিন আপনাদের কিছু চাইতে আসবেনা, শুধু ওই নোংরা লোকটাকে এখান থেকে হারিয়ে বিদায় করুন’। নিজের প্রাক্তন স্বামী, বিষ্ণুপুরের ‘বিদায়ী’ সাংসদ ও এবারেও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র নাম না করে ‘বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল সহ সাধারণ মানুষে’র কাছে আবেদন জানালেন শাসক দলের নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। ইন্দাসে দলের ‘জনগর্জন সভা’র প্রচারে একথা বলেন তিনি।

  একই সঙ্গে তিনি বলেন, ‘সবার উপরে স্বামী’ একথা ভেবেই গত পাঁচ বছর আগে কোনও কিছু চিনতাম না, তবুও প্রখর রৌদ্রের মধ্যে পায় থেকে রক্ত পড়তো, তারপরেও লাগাতার প্রচার চালিয়ে গেছি। সেদিনের সেই লড়াই আমার ‘তৃণমূলের বিরুদ্ধে ছিল না, একটা পরিবার আর নারীর কর্তব্য ছিল।’

   

  পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত পাঁচ বছর বিষ্ণুপুরের মানুষ সাংসদকে পায়নি, এমনকি তার দলের লোকেরাও তাকে অসময়ে পায়নি।’ বাবা ষাঁড়েশ্বর ওকে তুলেছিলেন, বাবা ষাঁড়েশ্বরই ওর নামের পাশে ‘প্রাক্তন সাংসদ’ বসিয়ে দেবেন বলে তিনি দাবি করেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular